কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মার্চ ২০২৪

211
0
Current Affairs 7th Mach

আন্তর্জাতিক
  • নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর (ন্যাটো) নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সুইডেন কে, তারা হবে নাটোর ৩২ তম সদস্য দেশ। এক বছর আগে ফিনল্যান্ডকে এই সামরিক সংগঠনে যুক্ত করা হয়েছিল। প্রসঙ্গত, সুইডেন বিগত ২ শতাব্দী ধরে নিরপেক্ষ কূটনীতির পথে হেঁটেছে। এদিন তারা সেই অবস্থান থেকে সরে এলো।
  • গাজা ভূখণ্ডে যুদ্ধবিধ্বস্ত নাগরিকদের জন্য আকাশপথে ত্রাণ সামগ্রী ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অবশ্য মার্কিন মুলকের অভ্যন্তরেই কঠোর সমালোচনা শুরু হয়েছে। এ পর্যন্ত ইজরায়েলকে ১০০ বারের বেশি অস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা একদিকে যুদ্ধে ইজরাইলের পক্ষ নিয়েছে অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য কুম্ভীরাশ্রু বর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে।
  • পুনরায় ইডেন উপসাগরে অন্যবাসী বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালালো হুথি সন্ত্রাসবাদীরা। তারা এমভি ট্রু কনফিডেন্স নামে বারবাডোজের একটি জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জাহাজটি তখন ইয়েমেনের এডেন বন্দর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তাদের হামলায় তিনজন নাবিকের প্রাণহানি হয়। এরপর জাহাজটির বিপদ বার্তা পেয়ে ভারতীয় নৌ বাহিনীর রণতরী আই এন এস কলকাতা সেখানে উপস্থিত হয় এবং ২১ জন নাবিককে উদ্ধার করে।
জাতীয়
  • বিদেশে কাজের লোভ দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে সেনা হিসেবে পাঠিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করল সিবিআই। তারা জানিয়েছে, ৩৫ জনের সন্ধান পাওয়া গেছে, যাদের যুদ্ধের জন্য বিদেশে পাচার করা হয়েছে। এদিন সিবিআই দিল্লি, চন্ডিগড়, চেন্নাই, মাদুরাই, তিরুবনন্তপুরম প্রভৃতি ১৩ টি জায়গায় তল্লাশি চালায়। এই যুবকদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে।
  • লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে আইএনএস জটায়ু নামে একটি নৌ ঘাঁটির উদ্বোধন করল ভারত। পশ্চিম আরব সাগরে জলদস্যুদের মোকাবিলা, মাদক চোরাচালান রুখতে এই নৌ ঘাঁটি কাজ করবে বলে আশা করা হচ্ছে।
  • ‘উন্নতি’। এই নামেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির শিল্প-উন্নয়নের জন্য ১০০৩৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
খেলা
  • ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা চূড়ান্ত টেস্টে ভারতের হয়ে পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন পেলেন চার উইকেট। এটি ছিল অশ্বিনের শততম টেস্ট ম্যাচ। এজন্য ম্যাচ শুরুর আগেই ভারতীয় দলের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তাঁর  হাতে শততম টেস্টের স্মারক টুপি তুলে দেন কোচ রাহুল দ্রাবিড়। এদিন প্রথমে ব্যাট করে ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ভারত এক উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে। ভারতের যশস্বী  জয়সাওয়াল এদিন একটি রেকর্ড করেছেন। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবথেকে কম টেস্ট খেলে এক হাজার রান পূর্ণ করেছেন। তিনি এই কৃতিত্ব স্থাপন করলেন মাত্র নটি টেস্ট খেলে। অন্যদিকে চলতি সিরিজে এখনো পর্যন্ত ৭১২ রান করে ফেলেছেন তিনি যে নজির ভারতের সুনীল গাভাসকর ছাড়া অন্য কারো নেই। সুনীল গাভাসকর দুটি সিরিজে ৭০০- এর বেশি রান করেছিলেন।
বিবিধ
  • বিশ্বের বিভিন্ন স্থানে মহিলাদের অধিকার নিয়ে লড়াই করছেন এমন বারো জন মহিলাকে পুরস্কৃত করল মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক। ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতির বাসভবন হোয়াইট হাউসে তাঁদের পুরস্কৃত করা হল ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়ে। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ৯০ টি দেশের ১৯০ জন মহিলা এই পুরস্কার পেয়েছেন। এবছর মোট ১২ জন এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াইয়ের একজন সৈনিক তিনি। অ্যাসিড আক্রান্ত মহিলাদের জন্য তিনি তৈরি করেছেন ‘সারভাইভার ট্রাস্ট’।
  • ‘সিস্পেস’। এটাই ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিপি প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মের উদ্বোধন করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এটি পরিচালনা করছে কেরল সরকার।