তিনি অসুস্থ কিন্তু একান্ন বছরের কারাবন্দি নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসায় নারাজ ইরানের জেল কর্তৃপক্ষ। চলতি বছরেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নার্গিস। তিনি ইরানে মেয়েদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য লড়াই করে ১৩ বার গ্রেপ্তার হয়েছেন। পাঁচ বার তাকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত। সব মিলিয়ে দেওয়া হয়েছে ৩১ বছরের কারাদণ্ড এবং ১৫৪ ঘা বেতের আঘাত বর্তমানে কারাবন্দি হলেও হিজাব পড়তে রাজি হননি বলে নার্গিসকে হাসপাতালে পাঠাতে সম্মত হয়নি ইরানের জেল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে নার্গিস কারাগারের মধ্যেই অনশন শুরু করলেন।
গাজা ভূখণ্ডে সংঘর্ষের একমাস পূর্ণ হল। গত সাত অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী হামাস। তাতে প্রাণহানি হয়েছিল ইজরায়েলের চোদ্দশ নাগরিকের। ২৪০ জনকে পণবন্দি করেছিল হামাস। এরপর একমাস ধরে লাগাতার হামলা চালিয়ে এসেছে ইজরায়েল। তাতে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনো ইজরায়েল যুদ্ধ বিরতির দাবি মানেনি। এখন তারা দাবি করছে, যুদ্ধ শেষ হলও গাজার নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।
ন্যাটোর সঙ্গে রাশিয়ার যে কনভেনশনাল আর্মড ফোর্সেস ইন ইউরোপ (সিএফই) চুক্তি হয়েছিল তার থেকে একতরফা ভাবে সরে এলো রাশিয়া।
জাতীয়
মিজোরামে বরাবরের মতো এবারও বিধানসভা নির্বাচন শান্তিতেই সম্পন্ন হল। এখানে ৪০টি আসনের জন্য প্রার্থী ১৭৪ জন। তাঁদের মধ্যে ১৬ জন মহিলা। ভোট পড়েছে ৭৭.৩৯ শতাংশ। প্রসঙ্গত, দেশের মধ্যে মিজোরাম একমাত্র রাজ্য যেখানে নির্বাচনের জন্য দেওয়াল লিখন হয় না, পোস্টার পড়ে না, জনসভাও সেভাবে হয় না। প্রার্থীরা টেলিভিশন চ্যানেলে অত্যন্ত মার্জিতভাবে নিজেদের বক্তব্য পেশ করেন। ছত্তিশগড়ে প্রথম দফা বিধানসভা নির্বাচনে এদিন ভোট নেওয়া হল কুড়িটি আসনের জন্য। এদিন ভোট নেওয়া হয়েছে মূলত মাওবাদী অধ্যুষিত এলাকায়। ভোটের হার ৭১ শতাংশ।
বিহারে শিক্ষাক্ষেত্র ও সরকারি চাকরির জন্য সংরক্ষণ বর্তমানের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে জাতভিত্তিক সংরক্ষণ ৬৫ শতাংশ করার প্রস্তাব নিল বিহার মন্ত্রিসভা। এছাড়াও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের জন্য ১০ শতাংশ পৃথক সংরক্ষণের প্রস্তাব নেওয়া হয়েছে।
ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ডিআরডিও-এর তৈরি এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫০০ কিলোমিটার পর্যন্ত। এটি ৫০০ থেকে ১০০০ কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে।
খেলা
বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে একটি অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল আফগানিস্তান। আফগান ওপেনার ইব্রাহিম জাদরান আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে শতরান করলেন। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তারা তোলে ২৯১ রান। এরপর আফগান বোলারদের শাসনে অস্ট্রেলিয়া একানব্বই রানে সাত উইকেট খুইয়েছিল। কিন্তু এরপরই ব্যাট হাতে ম্যাজিক দেখালেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি মাত্র ১২৮ বলে অপরাজিত দ্বি-শতরান (২০১) করলেন। বিশ্বকাপ ক্রিকেটে এইনিয়ে তৃতীয় বার দ্বি শতরানের ঘটনা ঘটলো। পায়ের পেশীতে টান ধরার পরও বলতে গেলে এক পায়ে খেলে নিজে ম্যান অফ দা ম্যাচ হলেন, ম্যাক্সওয়েল দেশকেও জেতালেন ৩ উইকেটে। ছ নম্বরে ব্যাট করতে নেমে ২০১ রান করে তিনি ভেঙে দিলেন কপিল দেবের ১৭৫ রানের রেকর্ড। অন্যদিকে গড়লেন একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এক্ষেত্রে ভাংলেন ওয়াটসনের ১৮৫ রানের রেকর্ড। এই জয়ের ফলে ভারত, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া।
ঢাকায় এএফসি কাপের ফিরতি ম্যাচে মোহনবাগান ১-২ গোলে হেরে গেল বসুন্ধরা কিংস দলের কাছে। প্রথম পর্বের ম্যাচে দেশের মাটিতে প্রথম ম্যাচ ড্র করেছিল মোহনবাগান সব মিলিয়ে ১৩ মার্চ পরে পরাজয়ের স্বাদ পেল মোহনবাগান। এএফসি কাপের ডি গ্রুপে আপাতত শীর্ষে রয়েছে বসুন্ধরা। ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। এএফসি কাপের অন্য ম্যাচে ওড়িশা এফসি ৩-২ গোলে হারিয়ে দিল মলদ্বীপের দল মাজিয়াকে।
বিবিধ
মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করলো উইওয়ার্ক।এই সংস্থাটি গোটা বিশ্বজুড়ে ব্যবসা করতো। মাত্র ২০১০ সালে নিউইয়র্ক এ অ্যাডাম নিউম্যান এই সংস্থার সূচনা করেছিলেন। তারা বিভিন্ন সংস্থাকে অফিসের জায়গা ভাড়া দেয়। মাত্র কয়েক মাস আগেও বিশ্বের ৩৯টি দেশের ৭৭৭ টি স্থানে তাদের ব্যবসা ছড়িয়েছিল। একসময় তাদের মূলধন হয়েছিল ৪৭০০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ কোটি টাকা। কিন্তু একটু একটু করে ব্যবসা হোঁচট খেতে শুরু করে। ২০১৯ সালে বাজারে শেয়ার ছেড়ে টাকা তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল উইওয়ার্ক কিন্তু কোভিড এসে পরিস্থিতি বদলে দেয়। ভারতে এমব্যাসি সংস্থার সঙ্গে তারা যৌথভাবে ব্যবসা করে। সেই ব্যবসায় কোন প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
উত্তরপ্রদেশে আলিগড় শহরের নাম বদলে হরিগড় করার প্রস্তাব নিল আলিগড় পৌরসভা। এর আগে উত্তর প্রদেশে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ, মোগলসরাই-এর নাম বদলে দীনদয়াল উপাধ্যায় নগর এবং ফিরোজাবাদ-এর নাম বদলে চন্দ্রনগর করা হয়েছে।