কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মার্চ, ২০২২

499
0
current affairs 8 march

আন্তর্জাতিক

  • ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে রাশিয়া থেকে খনিজ তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। এর জবাবে রাশিয়াও হুমকি দিয়েছে, ইউরোপে প্রাকৃতিক গ্যাস ও তেল রপ্তানি বন্ধ করে দেবে তারা। এদিকে তেরো দিন যুদ্ধের পর সুর নরম করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলোনস্কি। ন্যাটোয় তার দেশের যোগ দেওয়া নিয়ে তিনি আর জোরাজুরি করবেন না এবং ডোনেতস্ক ও লুহানস্কের স্বাধীনতা ঘোষণা নিয়ে সমঝোতা করতেও তিনি প্রস্তুত বলে একটি সাক্ষাতকারে জানিয়েছিনে তিনি।

  • লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি প্রতিহত করতে, ব্যর্থতার অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে পাক সংসদে অনাস্থা প্রস্তাব আনল সেখানকার দুই বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)।

জাতীয়

  • ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত সুমি শহরে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয় ছাত্রের প্রত্যেককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়ছে এবং দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

  • ২ বছর পর আগামী ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান স্বাভাবিক করার ঘো,ণা করল কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ২ বছর আগে ২৫ মার্চ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান বন্ধ করা হয়েছিল। বর্তমানে কেবল ৩৭টি দেশের সঙ্গে বিশেষ `বাবল’ উড়ান চালু রয়েছে। এদিন দেশে ৩৯৯৩ জন ও পশ্চিমবঙ্গে ৬৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

খেলা

  • পোলভল্টে নিজের রেকর্ড ভেঙে চতুর্থবার বিশ্ব রেকর্ড করলেন আর্মান্ড দুপ্লান্তিস ওরফে মন্ডো।  ওয়া্র্ল্ড ইন্ডোর অ্যাথলেটিক `সিলভারট্যুর তিনি .১৯ মিটার লাফালেন সুইডেনের হয়ে তিনি গ্লাসগোর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন

  • কায়রোয় বিশ্বকাপ শ্যুটিংয়ে ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ভারতের রিদম সাঙ্গওয়াল-অনীশ ভানওয়াল জুটি সোনার পদক জিতল। এই প্রতিযোগিতায় ৪টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ জিতে শীর্ষস্থান পেল ভারত। 

বিবিধ

আন্তর্জাতিক নারী দিবসে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের গণিতজ্ঞ নীনা গুপ্তের হাতে নারী শক্তি পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  

 

Current Affairs 8 march 2022