আ্ন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থাউজ্যান্ড ওকস শহরের ‘বর্ডার লাইন বার অ্যান্ড গ্রিল’-এর ডান্স ফ্লোরে হানা দিল এক বন্দুকবাজ। মৃত্যু হল ১২ জনের। পুলিশের গুলিতে পরে মৃত্যু হল ইয়ান ডেভিড লং (২৮) নামে ওই আততায়ীরও।
- বাংলাদেশে আগামী ২৩ ডিসেম্বর সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। প্রায় ৪০ হাজার বুথে ভোট নেওয়া হবে। সে দেশে এই প্রথম অনলাইনে নেওয়া হবে মনোনয়নপত্র। কিছু কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিন ভোট যন্ত্রেও ভোট নেওয়া হবে।
- মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে বরখাস্ত করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে প্রশ্ন করে বিব্রত করায় সিএনএন-এর সাংবাদিক জিম অ্যাকোস্টার প্রেসপাস ফিরিয়ে নিল হোয়াইট হাউস কর্তৃপক্ষ।
জাতীয়
- ছত্তিশগড়ে সিআইএসএফ-এর বাসে মাইন বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হল। ১৫ দিনের মধ্যে এটি মাওবাদীদের তৃতীয় হামলা। দান্তেওয়াড়া জেলার বস্তার এলাকার আকাশনগর চকে এই ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে রয়েছেন প্রধান কনস্টেবল দীনাঙ্কর মুখোপাধ্যায়।
- আগামী ১৪-১১ নভেম্বর শিলংয়ে ‘চেরি ব্লসম ফেস্টিভ্যাল’ আয়োজন করা হবে বলে জানাল মেঘালয় পর্যটন দপ্তর। হেমন্তে চেরি ফুল ফোটার সময় জাপানের অনুকরণে গত বছর থেকে এই উৎসব পালন করা হচ্ছে শিলংয়ে।
বিবিধ
- নতুন গ্রাহকদের আধার তথ্য যাচাইয়ের বিকল্প হিসাবে কাগজহীন ডিজিট্যাল কেওয়াইসি পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত বলে টেলিকম দপ্তরকে জানাল মোবাইল ফোনের পরিষেবাদানকারী ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিয়ো, ভোডাফোন, আইডিয়া প্রভৃতি সংস্থা।
- ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়ার ৭৩.৪৪ শতাংশ অংশীদারি বিক্রির প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের হাতে সংস্থার ৭৩.৪৪ শতাংশ শেয়ার রয়েছে যার পুরোটাই হস্তান্তর করা হবে।
খেলা
- বরদলুই ট্রফি জিতল মহমেডান স্পোর্টিং ক্লাব। গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে ফাইন্যাল ম্যাচে তারা ৩-১ গোলে হারাল অয়েল ইন্ডিয়াকে। মহমেডান দলের অধিনায়ক ফিলিপ আদজা জোড়া গোল করেন। ২৭ বছর পর এই ট্রফি জিতল তারা।
- চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে পরাস্ত করল ভিক্টোরিয়া প্রেজেনকে। এদিন জোড়া গোল করলেন করিম বেনজেমা। রিয়ালের হয়ে ২০০ গোল হল তাঁর।
- ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারল জুভেন্তাস। জুভেন্তাসের হয়ে গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর ১২১তম গোল।
- আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে এক দিনের ম্যাচে হ্যাট্রিক করলেন টেন্ট বোল্ট।
- মেয়েদের দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতের কনেরু হাম্পি।