কারেন্ট অ্যাফেয়ার্স ১০ অক্টোবর ২০২০

schedule
2020-10-12 | 13:52h
update
2020-10-12 | 13:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • জাপানের রাজধানী টোকিওয় অনুষ্ঠিত হল কোয়াড সম্মেলন। মূলত চিনের বিরুদ্ধে বিশ্বের চারটি গুরুত্বপূর্ণ দেশকে এক মঞ্চে আনতে এই কোয়াড সম্মেলন ডাকার উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য তিনটি দেশ জাপান, ভারত ও অস্ট্রেলিয়া। এই সম্মেলন ছিল বিদেশমন্ত্রী পর্যায়ের।
  • কোভিড সংক্রমণ প্রতিরোধে মাদ্রিদে জরুরি অবস্থা জারি করল স্পেন প্রশাসন। চেক প্রজাতন্ত্র গত জুন মাসে সাড়ম্বরে `ফেয়ারওয়েল কোভিড’ পার্টি করেছিল। এখন ইউরোপে সব থেকে বেশি সংক্রমণ ছড়াচ্ছে সেখানেই (প্রতি ১০ লক্ষ জনে ৩,৯৮০ জন সংক্রমিত)। ইউরোপে গত ২৪ ঘণ্টায় ৯৮ হাজার জন সংক্রমিত হয়েছেন যা একটি রেকর্ড। এদিকে বিশ্বে মোট ৩,৭৩,১৮,২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১০,৭৫,৪০৯ জনের।
Advertisement

 

জাতীয়

  • জাতপাত নিয়ে আরও একটি ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্ত দেখা গেল তামিলনাড়ুতে। কুড্ডানোর জেলার থেরকু থিত্তাই গ্রাম পঞ্চায়েতের সভা চলার সময় সকল সদস্য যখন চেয়ারে বসেছিলেন তখন খোদ মহিলা প্রধানকে মাটিতে বসতে হয়েছে। তিনি তফশিলি জাতিভুক্ত বলে এই আচরণ করা হয়েছে। আদি দ্রাবিড় সম্প্রদায়ের ওই মহিলাকে পতাকা উত্তোলন করতেও দেওয়া হয় না। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক।
  • দেশে কোভিড থেকে সুস্থতার হার বেড়ে হল ৮৫.৮১ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৮,৮৩,১৮৫। মোট সংক্রমিত হয়েছেন ৬৯,৭৯,৪২৩ জন। মোট প্রাণহানি হয়েছে ১,০৭,৪১৬ জনের।

 

বিবিধ

  • হার্ভার্ড বিজনেস স্কুলের একাদশতম ডিন হিসাবে ঘোষিত হল ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত দাভার নাম। তিনি ১ জানুয়ারি ওই দায়িত্ব গ্রহণ করবেন। বম্বে বিশ্ববিদ্যালয় এবং আইআইএম আমেদাবাদের প্রাক্তনী তিনি। পিএইচডি করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।
  • ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ কর্তৃপক্ষ (এএসএসএআই) তাদের রিপোর্টে জানাল ভারতের বাজারে বিক্রি হওয়া সবজির মধ্যে অতিরিক্ত রাসায়নিক থাকায় তার ৯০ শতাংশই খাওয়ার অযোগ্য।

 

খেলা

  • ইতিহাস গড়লেন ইগা শিয়ানটেক। পো্ল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে তিনি গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতলেন। বিশ্ব রাঙ্কিংয়ে ৫৪তম ক্রম তাঁর। অবাছাই পর্ব থেকে ফরাসি ওপেন মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা ওপেন যুগ শুরু হওয়ার পর ঘটেনি। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর মাত্র ১৯ বছর বয়সে কেউ এই খেতাব জিতলেন। ফাইনালে ৬-৪, ৬-১ সেটে তিনি হারালেন ২২ বছরের সোফিয়া কেনিনকে। চতুর্থ বাছাই কেনিন আগে একটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পথে একটিও সেট হারেননি ইগা। ১৯৭৫ সালে ডব্লুটিএ র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এত পিছনের ক্রমের (৫৪) কেউ চ্যাম্পিয়ন হলেন।
  • বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণয়ের ম্যাচে ব্রাজিল ৫-০ গোলে হারাল বলিভিয়াকে।

 

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 09:19:04
Privacy-Data & cookie usage: