কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ডিসেম্বর ২০২০

817
0

আন্তর্জাতিক

  • অবশেষে চূড়ান্ত হল ব্রেক্সিট চুক্তি। ৩১ ডিসেম্বরের পর ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার পরবর্তীকালে উভয় পক্ষের বাণিজ্যিক সম্পর্কে দিশা রয়েছে এই চুক্তিতে।
  • নেপাল কমিউনিস্ট পার্টির কর্যনির্বাহী চেয়ারম্যান পুষ্পকুমার দহলের সঙ্গে বৈঠক করলেন চিনা রাষ্ট্রদূত হু ইয়াংকি। নেপালে রাজনৈতিক অস্থিরতা চলছেই।
  • সন্ত্রাসে আর্থিক মদতের মামলায় জামাত উত দাওয়া প্রধান হাফিজ সইদকে ১৫ বছর কারাদণ্ডর নির্দেশ দিল লাহোরের সন্ত্রাস দমন আদালত। সব মিলিয়ে ৫টি মামলায় ৩৬ বছরের কারাদণ্ড হয়েছে সইদের।

 

জাতীয়

  • ২৯ দিনে পড়ল কৃষকদের আন্দোলন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন কৃষকরা। এদিকে তাঁদের অবস্থানের জন্য সিংঘু এবং তিক্রিতে দিল্লি-হরিয়ানা সীমান্ত অবরুদ্ধ হয়ে পড়েছে।
  • দেশে গত ২৪ ঘণ্টায় ২৪,৭১২ জন করোনায় সংক্রমিত। মোট সক্রিয় রোগীর সংখ্যা ২,৮৩,৮৪৯। মোট প্রাণহানি হয়েছে ১,৪৬,৭৫৬ জনের।

 

বিবিধ

  • তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়া হবে। এজন্য ইচ্ছাপত্র আহ্বান করা হবে। এই সিদ্ধান্ত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিশ্বভারতীর শতবর্ষ পূর্তিতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

খেলা

  • জাতীয় নির্বাচক মণ্ডলির চেয়ারম্যান নিযুক্ত হলেন চেতন শর্মা। পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে নির্বাচক মণ্ডলির প্রতিনিধি নির্বাচিত হলেন যথাক্রমে দেবাশিস মহান্তি, অ্যাবে কুরুভিল্লা ও চেতন শর্মা। ৩৪ জন আবেদনকারীর মধ্যে থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে ৩ জনকে বেছে নিল মদনলালের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি। বিসিসিআই সূত্রে এখবর জানা গেছে।

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল