কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ডিসেম্বর ২০২০

696
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৃত্যু হল আন্দ্রে হিল নামে একজন নিরপরাধ কৃষ্ণাঙ্গ ব্যক্তির। ওয়াহেও শহরের কলম্বাস এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অ্যাডাম কয় নামে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বহু কৃষ্ণাঙ্গ মানুষ। এখানেই চলতি মাসে কেসি গুজসন জুনিয়ার নামে আরও এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। তাঁর হাতের স্যান্ডউইচকে বন্দুক ভেবে ভুল করেছিল পুলিশ।
  • বড়দিনই বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা ৮ কোটি ছুঁলে (৮,০০,১৫,৪৯১)। প্রাণহানি হয়েছে ১৭,৫৩,৯৯৭ জনের। করোনা সংক্রমণ থেকে বাঁচতে এবার সমগ্র বিশ্বেই বড়দিনের উৎসব নিষ্প্রভ।

 

জাতীয়

  • দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনকারী কৃষকদের বিক্ষোভের ৩০ দিন। এদিন উধম সিং নগরে পুলিশের ব্যারিকেড ভেঙে ট্র্যাক্টর চালিয়ে দিলেন কৃষকরা। হরিয়ানায় বিভিন্ন টোল প্লাজা অবরোধ করেছেন তাঁরা। পাঞ্জাবে মোবাইল টাওয়ারে ভাঙচুর চালানো হয়।
  • বিএসএফ–বিজিবি-র ৫১তম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল গুয়াহাটিতে।

 

বিবিধ

  • দেশের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন আর্যা রাজেন্দ্রন। কেরলের তিরুবনন্তপুরম পুর নিগমের মেয়র পদে ২১ বছর বয়সী আর্যাকে বসানোর সিদ্ধান্ত জানিয়েছে সিপিআই (এম)। অল সেন্টস কলেজে গণিত নিয়ে বিএসসি পড়ছেন তিনি। ১০০ ওয়ার্ডের এই শহরের মেয়র পদে বসতে চলেছেন আর্যা। এবারই প্রথম ভোটে অংশ নিয়ে জয়ী হয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বাবা বিদ্যুতের মিস্ত্রি, মা বিমা সংস্থার এজেন্ট’।

 

খেলা

  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে কয়েকটি পরিবর্তন হচ্ছে। অভিষেক হতে চলেছে মহম্মদ সিরাজ এবং শুভমন গিলের। বিরাট কোহলির অনুপস্থিতিতে এই সিরিজের বাকি টেস্টগুলিতে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্ক রাহানে।
  • প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জন এডরিক (৮৩)। প্রথম শ্রেণির ক্রিকেটে সারে দলের হয়ে ১০৩টি শতরান ছিল তাঁর। ইংল্যান্ডের হয়ে ৭৭টি টেস্টে ১২টি শতরান সহ ৫,১৩৮ রান ছিল তাঁর।