কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ডিসেম্বর ২০২০

schedule
2020-12-28 | 12:33h
update
2020-12-28 | 12:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মস্কোয় প্রয়াত হলেন ‘ডাবল এজেন্ট’ জর্জ ব্লেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডসে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি অংশ নিয়েছিলেন। এরপর যোগ দেন ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই সিক্সে। কোরিয়া যুদ্ধের সময় মার্কিন আ্গ্রাসন দেখে বিরক্ত হয়ে তিনি রুশ গুপ্তচর সংস্থা কেজিবির সঙ্গে যোগাযোগ করেন। ডাবল এজেন্ট হয়ে তাদের হয়ে কাজ করতেন তিনি। ধরা পড়ার পর ব্রিটেনে ৪২ বছর কারাদণ্ড হয় তাঁর। সেখানে জেল ভেঙে কেজিবির সহায়তায় সীমান্ত পেরিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। আজীবন সেখানেই থেকেছেন ব্লেক।
Advertisement

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ২২,২৭৩ জন করোনায় আক্রান্ত হলেন। এই সময়ে করোনায় প্রাণ হারালেন ২৫১ জন। গত ৬ মাসে এই প্রথম দৈনিক মৃত্যুর হার তিনশোর কম হল। দেশে এখন সক্রিয় রোগী ২,৮১,৬৬৭ জন।
  • উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশ সরকার ধর্মান্তকরণ প্রতিরোধী আইন আনার কথা জানাল। এদিন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে রাজ্যমন্ত্রিসভা এই বিল অনুমোদন করল। এর নাম ‘মধ্যপ্রদেশ ধর্মের স্বাধীনতা বিল ২০২০’।

 

বিবিধ

  • দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা বা `কমন অ্যাপ্টিটিউড টেস্ট (ক্যাট) চালু করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে। পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষায় কমন অ্যাপ্টিটিউড এবং বিষয় ভিত্তিক প্রশ্ন থাকবে। কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব অমিত খারে একথা জানালেন।

 

খেলা

  • মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ১ উইকেট হারিয়ে ৩৬ রান করল। তার আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ১৯৫ রান। যশপ্রীত বুমরাহ ৪টি উইকেট নেন। অভিষেক টেস্টে ২ উইকেট পেলেন মহম্মদ সিরাজ। তাঁর প্রথম শিকার মার্নাস লাবুসেন। পিতা প্রয়াত মহম্মদ ঘউসকে এই সাফল্য উৎসর্গ করলেন তিনি। এদিন তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন রবিচন্দ্রন অশ্বিন।
  • আইএসএলে এসসি ইস্টবেঙ্গল-চেন্নাইয়ান এফসি ম্যাচ ২-২ গোলে ড্র হল। প্রতিযোগিতায় সাতটি ম্যাচ খেলেও এখনও একটি ম্যাচেও জয় পায়নি ইস্টবেঙ্গল।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 02:17:55
Privacy-Data & cookie usage: