কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ডিসেম্বর ২০২০

schedule
2021-01-05 | 08:01h
update
2021-01-05 | 08:01h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ত্রাণ ও ব্যয় প্যাকেজ বিষয়ক বিলে সই করলেন সেখানকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে `তাইওয়ান অ্যাসুরান্স অ্যাক্ট অব ২০২০’ এবং `টিবেটান পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্ট অব ২০২০’ তেও সই করেছেন তিনি। বিদায়ী রাষ্ট্রপতির এই পদক্ষেপে চিন মার্কিন সম্পর্কের অবনতি ঘটাবে তা নিশ্চিত। কারণ এই দুই দেশকেই তাদের অংশ বলে মনে করে চিন।
  • অশান্তি সৃষ্টি করার মামলায় চ্যাং চানকে ৪ বছরের কারাদণ্ড দিল চিনের শাংহাইয়ের একটি আদালত। চিনের উহানে করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি।

 

জাতীয়

  • দেশের প্রথম চালকবিহীন মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে জনকপুরী পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এই স্বয়ংক্রিয় ট্রেন চালু হল। কয়েকমাসের মধ্যে পিঙ্ক লাইনেও চালকহীন মেট্রো চলার কথা। এদিন শততম কিষাণ রেলেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে এই কৃষিপণ্য বোঝাই ট্রেনটি পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত যাবে।
  • কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে এর আগে `গো করোনা, করোনা গো’ স্লোগান দিয়েছিলেন। এদিন তিনি স্লোগান দিলেন `নো করোনা, করোনা নো’।
Advertisement

 

বিবিধ

  • মাত্র ১২ দিনে শেয়ারসূচক সেনসেক্স এক হাজার অঙ্ক বেড়ে প্রবেশ করল ৪৭ হাজারের ঘরে (৪৭৩৫৩.৭৫ পয়েন্ট)। নিফটিও রেকর্ড ১৩৮৭৩.২০ পয়েন্টে পৌঁছল। ৪ দিনে ৮.২২ লক্ষ কোটি টাকার সম্পদ বাড়ল লগ্নীকারীদের।

 

খেলা

  • একগুচ্ছ পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করল আইসিসি। দশক সেরা পুরুষ ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স পুরস্কার এবং দশক সেরা একদিনের ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিরাট কোহলি। টেস্টে দশক সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার জিতলেন এমএস ধোনি। টি টোয়েন্টিতে দশক সেরা নির্বাচিত হলেন আফগানিস্তানের রশিদ খান। মহিলাদের ক্রিকেটে দশক সেরা ক্রিকেটার, দশক সেরা একদিনের এবং টি টোয়েন্টি ক্রিকেটার- তিনটি পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। আইসিসি-র দশক সেরা মহিলাদের একদিনের দলে জায়গা পেলেন বাংলার ঝুলন গোস্বামী।
  • মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩২৬ রানে। ১১২ রান করলেন অজিঙ্ক রাহানে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করল।
  • আইএসএল জামশেদপুর এফসি ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে।
  • দিল্লির ফিরোজ শাহ কোটলায় (নতুন নাম অরুণ জেটলি স্টেডিয়াম) অরুণ জেটলির মূর্তি উদ্বোধন করলেন বিসিসি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খেলার মাঠে রাজনৈতিক ব্যক্তির মূর্তি প্রতিষ্ঠার প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন বাঁ হাতি স্পিনার বিষান সিং বেদী।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 11:55:52
Privacy-Data & cookie usage: