কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ডিসেম্বর ২০২০

686
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনা ভাইরাসের ৫০১ ভি ২ স্ট্রেন। এটি আরও বেশি সংক্রামক বলেই চিন্তা বেশি। এরইমধ্যে বিশ্বে মোট সংক্রিমেতর সংখ্যা বেড়ে হয়েছে ৮১৮৬৬০১২। ১৭৮৫৪৫৬ জনের জীবনহানি হয়েছে করোনায়। সুস্থ হয়ে উঠেছেন ৫৭৯৭৬৫৩৯ জন।
  • `ভয়াবহ দুর্ভিক্ষের মুখে ইয়েমেন। উপযুক্ত ব্যবস্থা না নিলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।’ এই সতর্কবার্তা জারি করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রসঙ্গত, গৃহযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের ৮০ শতাংশ মানুষই ত্রাণের ওপর নির্ভরশীল। বন্যা ও পঙ্গপালের হানায় কৃষিও বিপর্যস্ত। অন্যদিকে সৌদি আরবের অবরোধে জল, স্থল, আকাশ পথেও বিদেশ থেকে আসা ত্রাণ হয়ে পড়েছে অনিয়মিত। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট, এখনই ইয়েমেরে প্রতি ৫ জন শিশুর মধ্যে একজন অপুষ্টির শিকার।

 

জাতীয়

  • ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের নিউভাউপুর থেকে নিউ কুরজা পর্যন্ত ৩৫১ কিমি করিডর গড়তে ব্যয় হয়েছে ৫৫৭০ কোটি টাকা। ভবিষ্যতে পাঞ্জাবের লুধিয়ানার সঙ্গে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত সম্প্রসারিত হবে এই করিডর।
  • দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৪৩২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে যা গত ২৫ জুনের পর থেকে সবথেকে কম। দেশে এখন সুস্থতার হার ৯৫.৯২ শতাংশ। দেশে সক্রিয় রোগীর ৬০ শতাংশ যে রাজ্যগুলিতে রয়েছে তার মধ্যে প্রথম তিনটি রাজ্য হল কেরল, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ।
  • কর্নাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকার এসএল ধর্মেগৌড়র (৬৪) মৃতদেহ উদ্ধার হল চিক্কামালুরুর রেললাইনের পাশ থেকে। পুলিশ জানিয়েছে, তিনি আত্মঘাতী হয়েছেন।

 

বিবিধ

  • গাড়ির চালক ও তার পাশের যাত্রীর সুরক্ষায় এয়ারব্যাগ নিশ্চিত করার প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। ১ এপ্রিল থেকে সব নতুন গাড়ি ও ১ জুন থেকে পুরনো গাড়িতেও তা বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
  • ফ্যাশন ডিজাইনার পিয়ের কুর্দে (৯৮) প্রয়াত হলেন।

 

খেলা

  • অ্যাডিলেড টেস্টে ৮ উইকেটে হেরেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে লজ্জার মুখে পড়েছিল। অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টেই ভারত ৮ উইকেটে জয়লাভ করল। সিরিজ ১-১ হল। মেলবোর্নে এই টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানে। এই টেস্টে অভিষেক হয়েছে শুভমন গিল ও মহম্মদ সিরাজের। গিল প্রথম ইনিংসে ৩৫ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৫ রান করেন। সিরাজ দুই ইনিংস মিলিয়ে পান ৫ উইকেট। অন্যদিকে এমএস ধোনি, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসাবে ৩ ফরম্যাটেই ৫০টি করে ম্যাচ খেলার নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। তিনি ১৬৮টি একদিনের এবং ৫০টি করে টেস্ট ও টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মেলবোর্নে ১৪টি টেস্ট খেলে চতুর্থবার জয়ী হল ভারত। অস্ট্রেলীয় তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ২ টেস্টে করেছেন ১০ রান। ৪ ইনিংসেই তাঁকে আউট করেছেন রবিচন্দ্রন অশ্বিন।
  • দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৪৫ রানে পরাস্ত করল।
  • আইএসএলে এটিকে মোহনবাগান- চেন্নাইয়িন এফসি ম্যাচ ড্র হল। ৭টি নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল