কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ ডিসেম্বর ২০২০

688
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক

  • ব্রিটেনে একদিনে কোভিডে সংক্রমিত হলেন ৫১ হাজার জন। মোট সংক্রমিত ২৩ লক্ষাধিক মানুষ। এই পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড প্রতিষেধক `চ্যাডক্স ১’ কে ছাড়পত্র দিল ব্রিটেন। প্রথম তারাই সুজ সংকেত দিল এই টিকাকে। সেখানে অবশ্য ইতিমধ্যেই ৬ লক্ষ বাসিন্দা ফাইজার-এর টিকা নিয়ে ফেলেছেন। এদিকে এশিয়ার প্রথম দেশ হিসাবে ফাইজার-বায়োএনটেক সংস্থার টিকা দেওয়া শুরু হল সিঙ্গাপুরে। প্রথম টিকা পেলেন মারা লিম (৪৬) নামের একজন নার্স। প্রসঙ্গত, বিশ্বে করোনা সংক্রমণে প্রাণহানির সংখ্যা ১৮ লক্ষ ছাড়ালো (১৮০৪৬১২ জন)।
  • চার দিনের সফরে নেপালের রাজনৈতিক অস্থিরতা দূর করতে পারবেন না চিনের রাষ্ট্রপতি জি চিনফিং-এর প্রতিনিধিরা।
  • পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গ্রেপ্তার করল। সেখানকার ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল দলের নেতা খোয়াজা সম্প্রতি সরকার বিরোধী আন্দোলনে নেমেছিলেন।

 

জাতীয়

  • নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আন্দোলনকারী কৃষক নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক আংশিকভাবে সফল হল। বিদ্যুতে কৃষকদের জন্য ভর্তুকি প্রদান এবং খড় পোড়ানোর অধ্যাদেশে শাস্তি-জরিমানার ক্ষেত্রে কৃষকদের অব্যাহতি দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হল। আন্দোলন প্রত্যাহৃত হয়নি।
  • প্যারাশুয়ে, এস্টোনিয়া এবং ডোমিনিকান রিপাবলিকে দূতাবাস খুলবে ভারত। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল।

 

বিবিধ

  • ভারতীয় সংস্কৃতি নিয়ে নিজের শ্রদ্ধার কথা আগেই জানিয়েছিলেন ইতালির চিত্রনাট্যকার আলফ্রেডো কোভেন্নি। গণেশকে নিয়ে শিশুদের জন্য তাঁর লেখা `বাহন মাস্টারক্লাস’ প্রকাশিত হল এদিন।

 

খেলা

  • আইএসএল প্রতিযোগিতায় হায়দরাবাদ এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিল এফসি গোয়া। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে ছিল তারা।
  • প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার নিখিল নন্দী। ২৯ ডিসেম্বর ৮৮ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ইস্টার্ন রেলে খেলতেন তিনি। ১৯৫৮ সালে ওই দলের হয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়নও হয়েছিলেন। তাঁর দাদা প্রয়াত অনিল নন্দীও ১৯৪৮ সালে ভারতীয় ফুটবল দলের হয়ে লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিলেন।

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল