কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারি ২০২১

799
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক

  • পাকিস্তানের একটি হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করলেন। গত ৩০ ডিসেম্বর খাইবার পাখতুন খোয়া প্রদেশের করক জেলার টেরি গ্রামে ১৫০০ উন্মত্ত জনতা শতাব্দী প্রাচীন কৃষ্ণদ্বার মন্দির ও শ্রী পরমহংসজি মহারাজের সমাধিতে ভাঙচুর চালায়। ১৯৯৭ সালেও একবার হামলা চালানো হয়েছিল মন্দিরটিতে।
  • পাকাপাকিভাবে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে গেল ব্রিটেন। ফলে ২৭টি দেশের ই-ইউ-এর কোনো নিয়ম আর সেদেশে কার্যকর থাকল না। ইউরোপের দেশগুলিতে ব্রিটেনবাসীর মুক্ত যাতায়াত ও (এবং উল্টোটা) এখন অতীত।
  • করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার–বায়োএনটেক সংস্থার কোভিড ভ্যাকসিনকে জরুরি পরিস্থিতিতে অনুমোদন করল বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)। এই প্রথম হু কোনো করোনা প্রতিষেধককে অনুমোদন দিল।  এরই মধ্যে বিশ্বে করোনায় ৮,৪১,১৫,৮৩৫ জন সংক্রমিত হয়েছেন। ১৮,৩০,৯৭৯ জনের প্রাণহানি হয়েছে।

 

জাতীয়

  • নতুন বছরের শুরুতেই নোভেল করোনা ভাইরাস-এর প্রতিষেধক অনুমোদিত হল ভারতে। জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’, প্রতিষেধককে ছাড়পত্র দিল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি। তবে ‘কোভ্যাক্সিন’ টিকাকে ছাড়পত্র দেওয়া হয়নি। ভারতে কোভিশিল্ড উৎপাদনের মূল দয়িত্বে রয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট। এই টিকার সংরক্ষণ সহজ এবং দামও তুলনামূলকভাবে কম।
  • দাবানল প্রতিরোধে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। প্রসঙ্গত, নাগাল্যান্ড-মণিপুর সীমান্তে জুকো উপত্যকায় দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে।

 

বিবিধ

  • ডিসেম্বর মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১.১৫ লক্ষ কোটি টাকা। ২০১৭ সালের জুলাই মাসে জিএসটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ কর আদায়। পশ্চিমবঙ্গে তা ১০ শতাংশ বেড়ে হয়েছে ৪,১১৪ কোটি টাকা। দেশে গত অক্টোবর নভেম্বর মাসেও জিএসটি আদায় এক লক্ষ কোটির অঙ্ক ছুঁয়েছিল।

 

খেলা

  • ২০২০ সালে ১৭টি ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতা হয়েছিল। ২০২১ সালে ২৩টি এফ ওয়ান রেসিং প্রতিযোগিতা হবে। এদিন নির্দিষ্ট সূচি প্রকাশ করা হল।
  • অস্ট্রেলিয়া সফররত ভারত দলের অবশিষ্ট দুটি টেস্টের সহকারী অধিনায়ক হিসাবে চেতেশ্বর পূজারার পরিবর্তে বেছে নেওয়া হল রোহিত শর্মাকে। সিডনি ও ব্রিসবেন টেস্টে অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে।

 

লাইভ টিভি দেখুনhttps://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল