ইউরোপের সবথেকে বড় পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রটির ভয়াবহ ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের জাপোরাজিয়ায় এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
দক্ষিণ গাজা থেকে সেনাবাহিনী সরিয়ে নিল ইজরায়েল। গাজায় ইজরায়েলের সেনাবাহিনীর সেফ করিডোর রক্ষা করার জন্য ‘নহল’ নামে সেনাবাহিনীর সামান্য কিছু কর্মীকে নিরাপত্তার জন্য রাখা হয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যেই গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলায় ৩৩ হাজার বা তারও বেশি মানুষের প্রাণ গেছে। ইতিমধ্যে ইরানের সঙ্গে ইজরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে। ইরানের দূতাবাসে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ইজরায়েল আক্রমণ করার হুমকি দিয়েছে ইরান। তার পরিপ্রেক্ষিতেই গাজা থেকে নীরবে সেনাপ্রত্যহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইজরায়েলের জাহাজের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে হুথি জঙ্গিরা। গত তিনদিনে আরব সাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইজরায়েলের মালিকানাধীন ছটি পণ্যবাহী জাহাজের উপর হামলা চালানো হয়েছে।
২০১৬ সালে গোটা বিশ্ব কেঁপে উঠেছিল পানামা পেপার কেলেঙ্কারি বিতর্কে। কর ফাঁকির সেই মামলায় অভিযুক্ত ছিলেন বিশ্বের বহু দেশের রাজনৈতিক নেতারা। অবশেষে আট বছর পর এই মামলার বিচার শুরু হল পানামা সিটিতে।
জাতীয়
সাম্প্রতিককালে ভারতের সঙ্গে মলদ্বীপের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে ভারতের পতাকা বিকৃত করে সমাজ মাধ্যমে ছবি দেওয়ার অভিযোগ উঠল মারিয়াম শিউনা নামে মলদ্বীপের একজন মন্ত্রীর বিরুদ্ধে। তিনি মলদ্বীপের ডেমোক্রেটিক পার্টির বিরোধিতা করে ওই পোস্ট করেছিলেন বলে জানিয়েছেন। ঘটনাটি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় তিনি ক্ষমা চেয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে সুপ্রিমকোর্টের অন্তর্বর্তী নির্দেশের আগে যে সকল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন তারা চাকরিতে বহাল থাকবেন। এদিন এই রায় দিল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিকে শিক্ষক হওয়ার যোগ্য। কিন্তু তার আগে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে বেশ কয়েক লক্ষ প্রার্থী প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন যাদের ডিএলএড প্রশিক্ষণ না থাকলেও বিএড প্রশিক্ষণ ছিল। তাদের সকলের চাকরি বৈধতা পেল এদিন সুপ্রিমকোর্টের নির্দেশে।
কলকাতার প্রায় ২০০টি সরকারি, বেসরকারি শিক্ষায়তনে ইমেলে হুমকি গেল যে শ্রেণিকক্ষে বোমা রাখা আছে। ওই মেলকে গুরুত্ব দিয়ে তল্লাশি চালিয়ে কোন স্কুল থেকেই বোমা উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করল।
চলতি বছরেই রাশিয়া থেকে তৈরি দুটি জাহাজ ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে। এই জাহাজে দুটির নাম দেওয়া হয়েছে আইএনএস তুষিল এবং আইএনএস তমাল।
খেলা
কলকাতায় ১০টি ক্লাব কে নিয়ে মেয়েদের ক্লাব ক্রিকেট আয়োজন করার ঘোষণা করল সিএবি। এই প্রতিযোগিতায় ডাক পাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, কালীঘাট, রাজস্থান, ভবানীপুর প্রভৃতি ক্লাব। এই প্রতিযোগিতায় একদিনের ক্রিকেট থাকবে আবার টি-টোয়েন্টি ক্রিকেটও থাকবে।
আইএসএল প্রতিযোগিতায় লিগ শিল্ড জয়ের সম্ভাবনা উজ্জ্বল হল মুম্বই এফসির। এদিন তারা ২-১ ব্যবধানে ওড়িশা এফসি দলকে হারিয়ে দিল। ২১ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট এখন ৪৭। তারা পয়েন্টের বিচারে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
বিবিধ
চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা গেল। প্রায় সাড়ে ৭ মিনিট ধরে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ থেকে। গত ৫০ বছরে এটি সবথেকে দীর্ঘ সময় ব্যাপী সূর্যগ্রহণ। নির্মেঘ আকাশে বলয় গ্রহণের সাক্ষী থাকলেন অসংখ্য মানুষ।