আন্তর্জাতিক
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন মহম্মদ ইউনূস। এদিন আরও ১৩ জনকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা ১৬ জন। তাঁদের প্রত্যেকেই অরাজনৈতিক ব্যক্তিত্ব। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের সমস্ত থানাকে পুনরায় সক্রিয় করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। এদিকে নতুন উপদেষ্টাদের সরকারি দপ্তর হিসেবে সরকারি অতিথি ভবন ‘যমুনা’ খুলে দেওয়া হলো। কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে ভাঙচুর ও লুটপাটের পর আপাতত সেটি ব্যবহারযোগ্য নেই।
- শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল জাপানের দক্ষিণ উপকূলে। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৭.১। ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
- বিভিন্ন ধরনের অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের সাজা চালু রয়েছে ইরানে। এদিন একইসঙ্গে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সেখানে।
জাতীয়
- প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের পিতামহ কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন বিখ্যাত পন্ডিত এবং পুরোহিত দর্পণের লেখক। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তাঁর সম্পর্কিত কাকা। উত্তর কলকাতার শ্যামপুকুরে রামধন মিত্র লেনে জন্ম হলেও পরবর্তীকালে তিনি চলে যান দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার ৫৯ পাম অ্যাভিনিয়ের দু’কামরার ছোট্ট ফ্ল্যাটেই গোটা জীবন অতিবাহিত করেছেন তিনি। ছাত্র জীবন থেকেই তিনি বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়েন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্য ছিলেন দীর্ঘদিন। তিনি ১৯৭৭ সালে কাশিপুর বিধানসভা থেকে বিধায়ক হন এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। ১৯৮৭ সাল থেকে দীর্ঘদিন তিনি ছিলেন যাদবপুরের বিধায়ক। রাজনীতির পাশাপাশি নাটক রচনা ও প্রবন্ধ সাহিত্যেও বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। অনুবাদ সাহিত্যের গ্রন্থও রয়েছে অনেকগুলি। তিনি পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন।
- লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল ২০২৪। এই বিলটি বিস্তারিত আলোচনার জন্য পাঠানো হলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে।
- হিমাচল প্রদেশের কুলু ওমান্ডিতে মেঘ ভাঙ্গা বৃষ্টি ও ধসে মৃত্যু হল অন্তত ২২ জনের। উদ্ধারকাজ শুরু করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
খেলা
- প্যারিস অলিম্পিকে রূপো জিতলেন ভারতের নীরজ চোপড়া। এর আগে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। এদিন ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে তিনি দ্বিতীয় হলেন। এই বিভাগে পাকিস্তানের আরশাদ নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছেন। তিনি অলিম্পিক রেকর্ড করেছেন তবে তা বিশ্বরেকর্ড নয়। পুরুষদের হকিতে ভারত জিতল ব্রোঞ্জ পদক। এদিন তৃতীয় স্থানের লড়াইয়ে ভারত স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল। টোকিও অলিম্পিকেও ভারত পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল। ৫২ বছর পর পরপর দুই অলিম্পিকে পদক জেতার রেকর্ড স্পর্শ করল ভারত। এই পদক জেতার পরই আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন ভারতের গোলরক্ষক আর সি শ্রীজেস। অন্যদিকে কুস্তিকে বিদায় জানালেন বিনেশ ফোগট। ২৯ বছরের বিনেশ কুস্তি সঙ্গে যুক্ত ২০০১ সাল থেকে।
বিবিধ
- গত ৫ জুন মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ন’দিন সেখানে থাকার নির্ধারিত সূচি ছিল তাঁদের ।কিন্তু বোয়িং সংস্থার তৈরি মহাকাশযানটি বিগড়ে যাওয়ায় এখনো পৃথিবীতে ফেরা সম্ভব হলো না তাঁদের। আশঙ্কা করা হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের আগে তাঁদের ফেরা সম্ভব হবে না। তখন স্পেস এক্স সংস্থার ড্রাগন মহাকাশযানে তাঁদের ফেরানোর চেষ্টা করা হবে।