কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর ২০২৩

293
0
Current Affairs 8th December

আন্তর্জাতিক
  • ২০২৪ সালে রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে পুনরায় প্রার্থী হবেন বলে জানালেন বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বর্তমানে পুথিনের বয়স ৭১ বছর।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে কর সংক্রান্ত দুর্নীতির ন’টি মামলা দায়ের হল ক্যালিফোর্নিয়ার একটি আদালতে। ১৪ লক্ষ ডলার কর ফাঁকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
  • শিক্ষালাভ মেয়েদের অধিকার। কেউ তা খর্ব করলে তা দেশের মানুষের উপর নিপীড়ন। নিজেদের পুরনো অবস্থান থেকে সরে এসে এই বক্তব্য পেশ করলেন তালিবান সরকারের মন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্থানিকযাই।
জাতীয়
  • ২০১৮ সাল থেকে এখনো পর্যন্ত বিদেশে লেখাপড়া করতে গিয়ে শারীরিক অসুস্থতা, দুর্ঘটনা অথবা সশস্ত্র হামলায় প্রাণ গেছে বহু ভারতীয় ছাত্রছাত্রীর। ৩৪ টি দেশে এইরকম ঘটনায় ৪০৩ জনের প্রাণ গেছে বলে সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন। এর মধ্যে সব থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কানাডায়।
  • মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন আইপিএস তথা জেড পি এম দলের সভাপতি লালডুহোমা। তাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল হরি বাবু কামভামপতি।
  • সংসদে ধ্বনি ভোটে সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে গেল। লোকসভার সচিবালয় বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছিল।
খেলা
  • আইএসএল প্রতিযোগিতায় মুম্বই এফসি ৪-০ গোলে পরাজিত করল বেঙ্গালুরু এফসিকে।
  • ফুটবলকে বিদায় জানালেন সুব্রত পাল। কুড়ি বছরের ফুটবল জীবনে তিনি দেশের হয়ে ৫০ টিরও বেশি ম্যাচে খেলেছেন। তিনি দেশকে নেতৃত্বও দিয়েছেন। তিনবার জিতেছেন নেহেরু কাপ, এছাড়াও এএফসি চ্যালেঞ্জ কাপ জিতেছেন, সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।২০১৬ সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ইস্টবেঙ্গল, ইউনাইটেড স্পোর্টস, সালগাওকর, পুনে এফসি, হায়দরাবাদ এফসি প্রভৃতি দলের হয়ে খেলেছেন পেশাদার ফুটবল জীবনে। আই এস এল এর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন তিনি। ভারতের প্রথম গোলকিপার হিসেবে ডেনমার্কের ক্লাব ভেস্টসেলানিয়ায় সই করেছিলেন। অসামান্য ক্ষিপ্রতার জন্য তাঁকে বলা হত স্পাইডারম্যান।
বিবিধ
  • সিকিমের পানগলাখা অভয়ারণ্যে রয়াল বেঙ্গল টাইগারের খোঁজ পাওয়া গেল। সিকিমের এই অভয়ারণ্য ভূপৃষ্ঠ থেকে ১২ হাজার ফুট উঁচু। এই বরফ ঢাকা অরণ্যে ট্রাক ক্যামেরায় ধরা পড়েছে রয়েল বেঙ্গল এর ছবি।