কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর ২০২৪

87
0
Current Affairs 8th December

আন্তর্জাতিক
  • বাংলাদেশের অস্থিরতা সংখ্যালঘু নিধন এবং ভারত বিদ্বেষের আবহে বাংলাদেশের মাটিতে পা রাখলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী। সে দেশে হিংসা রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন মাধ্যমে তা উঠে আসছে। এই ঢাকা সফরে উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হল।গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার পর এই প্রথম দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক এখন দেখার আগামী দিন কী দাঁডায়।
  • আরব বসন্তের ছোঁয়া ভোলেনি ইতিহাস। প্রতিবেশী দেশ মিশর, টিউনিশিয়া,ইয়েমেন, লিবিয়ার মতো ২০১১ সালে দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যে বিদ্রাহ শুরু হয়েছিল সিরিয়ায়, অবশেষে তার লক্ষ্যপূরণ হল। দীর্ঘ পঞ্চাশ বছরের আসাদ সাম্রাজ্যের পতন ঘটল। দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বাশার আল-আসাদ। পরিবার নিয়ে আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।
দেশ
  • ভারতে টেলিকম বিপ্লবের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত শ্যম পিত্রোদাই এ বার হ্যাকিংয়ের শিকার। কয়েক সপ্তাহের মধ্যে নাকি তাঁর স্মার্টফোন, ল্যাপটপ, ও সার্ভার হ্যাক করা হয়েছে। হ্যাকারেরা ক্রিপ্টোকারেন্সিতে তাঁর কাছে লক্ষ লক্ষ ডলার দাবি করেছে। হমকি দেওয়া হয়েছে না মেটালে অপপ্রচার চালিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করে দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে ভারতে আসেন এবংএ দেশের টলিকম ব্যবস্থার আধুনিকীকরণের কাজে যুক্ত হয়েছিলেন পিত্রোদা।।
  • ফসলের ন্যূনতম সহায়কমূল্য সহ একগুচ্ছ দাবিতে ফের পথে নেমেছেন পাঞ্জাব -হরিয়ানার কৃষকরা। দিল্লি চলো-ডাক দিয়ে পঞ্জাব–হরিয়ানার সীমান্তে মিছিল করে জড়ো হচ্ছেন কৃষকরা। কৃষকদের মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।
খেলা
  •  অ্যাডিলেডে দিনরাতের খেলায় ভারত ১০ উইকেটে পরাজিত হল অস্ট্রেলিয়ার কাছে। এই হারের মধ্যেই দুবাইয়ে ভারতীয় যুব দল অনূর্ধ ১৯ এশিয়া কাপে প্রতিবেশী রাষ্ট বাংলাদেশের কাছে হেরে গেল। দুবাইয়ে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ১৯৮ রানে শেষ হয় তাদের ইনিংস।
  • অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে বিবাদে জড়িয়েছেন মহম্মদ সিরাজ ও ট্রেভিস হেড। দুই ক্রিকেটারকরেই সমান দোষী মনে করছে আইসিসি। শাস্তি হতে পারে তাঁদের।
বিবিধ
  • আদানি গোষ্ঠীর ঘুষ দেওয়া নিয়ে যখন তোলপাড় তখনই সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে ব্যবসা চালাতে ভারতের অর্ধেকের বেশি সংস্থাকে ঘুষ দিতে হয় সরকার সহ বিভিন্ন ক্ষেত্রে। দেখা গিয়েছে গত এক বছরে ঘুষ দিয়েছে ৬৬ শতাংশ সংস্থা। এর মধ্যে ৪৬ শতাংশ দ্রুত কাজ করাতে নিজে থেকে টাকা দিয়েছে সরকারি আধিকারিকদের। আর বাকি ৫৪ শতাংশ বাধ্য হয়েছে ঘুষ দিতে। দেশের ১৫৯টি জেলায় ১৮০০০ সংস্থার মধ্যে সমীক্ষাটি চালিয়েছে লোকাল সার্কল।
  •  ভারতে অবস্থিত গ্রিক অর্থোডক্স চার্চের শতবর্ষ পালন হল কলকাতার কালীঘাটের কাছে অবস্থিত গ্রিক চার্চে।