বাংলাদেশে দ্বাদশ সাধারণ নির্বাচনে জয়লাভ করল আওয়ামি লিগ। তারা পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ২৯৮টি আসনের মধ্যে তারা পেয়েছে ২২২টি আসন। এরশাদের জাতীয় পার্টি এগারটি এবং অন্যান্য দল পেয়েছে চারটি আসন। নির্দল প্রার্থীরা জয়ী পেয়েছেন ৬২টি আসনে। প্রধান বিরোধীদল ভোট বয়কট করেছিল। সাধারণ নির্বাচনের সময় ৪৮ ঘন্টার হরতাল ডেকেছিল জামাতে ইসলাম। তারপরেও ৪০ শতাংশ ভোট পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফিলিপিনস, আয়ারল্যান্ড, নরওয়ে, জাপান, কানাডা, ব্রিটেন ও ভারতের প্রতিনিধিরা নির্বাচন ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। মোট ৭০ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভোট কেন্দ্র গুলি ঘুরে দেখেছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। তিনি পুনরায় প্রধানমন্ত্রী হতে চলেছেন। ১৯৮৬ সাল থেকে এই নিয়ে তিনি মোট অষ্টমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। টানা চতুর্থ বার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে রেকর্ড করে পঞ্চম বার তিনি প্রধানমন্ত্রী পদে বসছেন। বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীদের মধ্যে এটি একটি রেকর্ড।
জাতীয়
বিলকিস বানু মামলায় দোষী সাব্যস্ত ১১ জন ব্যক্তিকে কারাদণ্ডের মেয়াদ পূর্তির আগেই মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করল সুপ্রিম কোর্ট। দোষী সাব্যস্ত ১১ জনকেই দু সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০০২ সালের ৩ মে গুজরাটের দ্বাপর জেলার দেবগড় বাড়িয়া গ্রামে বিলকিসের ওপর নির্মম নির্যাতনের পর ছয় জনকে খুন করা হয়েছিল। তিন মাসের শিশু কন্যাকে আছড়ে মারা হয়। পাশবিক অত্যাচারে অচেতন হয়ে পড়েন বিলকিস। এই ঘটনায় ২০০৮ সালের ২১ জানুয়ারি ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। কিন্তু ২০২২ সালের ১৫ আগস্ট ৭৬ তম স্বাধীনতা দিবসে তাদের মধ্যে ১১ জনকে মেয়াদ পূর্তির আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার।
দিল্লিতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিম সাহিবকে ডেকে উষ্মা প্রকাশ করল নয়া দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে সে দেশের তিনজন মন্ত্রীর সমাজ মাধ্যমে করা পোস্ট নিয়ে তাঁকে ডেকে পাঠানো হয়। তিনি জানিয়েছেন, ওই মন্ত্রীদের অবস্থান সরকারের অবস্থান নয়। এদিকে ভারতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সে দেশে ভারতীয় পর্যটকদের একাংশ মল দ্বীপে ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। দু’দিনে প্রায় দশ হাজার বুকিং সেখানে বাতিল হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, পর্যটন নির্ভর মলদ্বীপে সব থেকে বেশি পর্যটক হিসেবে যান ভারতের মানুষই। সেই সংখ্যাটা বছরে দুই লক্ষাধিক।
মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনের বিশেষ করিডরের জন্য জমি অধিগ্রহণের কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানালো ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন। এই ট্রেনে ৫০৮ কিলোমিটার যেতে সময় লাগবে তিন ঘন্টা।
খেলা
জার্মানির ফুটবল কিংবদন্তি ফ্র্যাঙ্ক বেকেনবাওয়ার প্রয়াত হলেন। ৭৯ বছর বয়স হয়েছিল তাঁর । ব্রাজিলের পেলে, ইংল্যান্ডের ববি চার্লটনের মতো তিনিও ছিলেন জার্মানির ফুটবল কিংবদন্তি। তিনি ১৯৭৪ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জার্মানি দলের অধিনায়ক ছিলেন। পরে ১৯৯০ সালে তিনি জার্মানির কোচ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৬৪ সাল থেকে একটানা ১১ বছর তিনি বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন। এই সময়ে ৫৮২টি ম্যাচে তিনি গোল করেছিলেন ৭৪ টি। নিউইয়র্ক কসমস এবং হাম বার্গ ক্লাবেও কিছুদিন করে খেলেছিলেন তিনি। ১৯৭২ এবং ১৯৭৬ সালে শ্রেষ্ঠ ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন। পশ্চিম জার্মানির হয়ে ১৯৬৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ১০৩ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪। ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাবও জিতেছেন জার্মানির হয়ে ।
রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে বাংলা অন্ধ্রপ্রদেশ ম্যাচ অমীমাংসিত থাকলো। তবে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে পেল ৩ পয়েন্ট আর বাংলা পেল ১ পয়েন্ট।
বিবিধ
চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখার সময় ক্যাপিটাল লেটারে স্পষ্টভাবে লিখতে হবে। অন্যান্য নথিও ক্যাপিটাল লেটারেই স্পষ্টভাবে লিখতে হবে। এই নির্দেশ দিল ওড়িশা হাইকোর্ট। ওড়িশায় এই নির্দেশ কার্যকর করার জন্য সেখানকার মুখ্য সচিব কে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি এস কে পানিগ্রাহী।
পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের কনস্টেবল পদে রূপান্তরকামীরাও আবেদন জানাতে পারবেন বলে জানালো রাজ্য সরকার। এ বছরেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে ১২০০০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে মহিলাদের জন্য ৩৬০০টি পদ রয়েছে।