কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুলাই ২০২৪

215
0
Current Affairs 8th July

আন্তর্জাতিক
  • ফ্রান্সে দ্বিতীয় দফার সাধারণ নির্বাচনে কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল না। দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৬৭ শতাংশ। প্রথম দফার ভোটে যে অতি দক্ষিণপন্থী জোট ভালো ফল করেছিল দ্বিতীয় দফার ভোটে তারাই পিছিয়ে গেছে অনেকটা। ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে ৫৭৭ আসনের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য ম্যাজিক সংখ্যা ২৮৯। দ্বিতীয় দফার নির্বাচনে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট ১৬২টি আসন জিতেছে। বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর নেতৃত্বাধীন জোট পেয়েছে ১৬৩ টি আসনে জয়। অন্যদিকে মারিল পেনের ন্যাশনাল র‍্যালি ১৪৩ টি আসনে জয়লাভ করেছে। সাধারণ নির্বাচনে খারাপফলের পর পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। নিউ পপুলার ফ্রন্ট নতুন সরকার গড়ার জন্য দাবি জানিয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর এখনো পর্যন্ত বিদায় প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করেননি।
  • প্যালেস্টাইনের দাবি ছিল গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলায় অন্তত ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ল্যানসেট দাবি করেছে, গাজায় মোট মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সম্ভবত এক লক্ষ ছিয়াশি হাজারের বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন। তাদের সমীক্ষায় সরাসরি সমরাস্ত্রের আঘাতে মৃত্যু ছাড়াও ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা, পানীয় জল ও খাদ্যের অভাবে মৃত্যুর সংখ্যাও ধরা হয়েছে। তাদের দাবি, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মৃতদেহ চাপা পড়ে রয়েছে।
জাতীয়
  • তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি এদিন প্রথম বিদেশ সফরে রাশিয়া পৌঁছলেন। মস্কো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ । সেখানে গার্ড অব অনার দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীকে। তাঁর সম্মানে এদিন মস্কোয়ে পূর্ব ইউরোপের দীর্ঘতম মিনার ওস্তাকিনো টাওয়ার ভারতের জাতীয় পতাকার রঙের আলোয় ভরিয়ে দেওয়া হয়েছে। এবার মস্কোয় ২২ তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের পতীনের কথা হয়।
  • সেনা কনভয় লক্ষ্য করে সশস্ত্র হামলা চালালো সন্ত্রাসবাদীরা। এই ঘটনা ঘটেছে জম্মুর লোহাই মল্লার অঞ্চলের মাচেরিই গ্রামে। সেখানে ২২ গাড়োয়াল রেজিমেন্টের একটি বাহিনী রুটিন টহল দিচ্ছিল। এমন সময় জঙ্গিরা পাহাড়ের ওপর থেকে সেই গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। তারপরই শুরু হয় গুলি বৃষ্টি। জবাব দেন জওয়ানরাও। এই সংঘর্ষে ৫ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন।
  • ভারতে একমাত্র বিহার ও কেরলে কর্মরত মহিলাদের সবেতন ঋতুকালীন ছুটি নেওয়ার ব্যবস্থা রয়েছে। সমগ্র দেশে এই ব্যবস্থা চালু করার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এই মামলার সূত্রে গোটা দেশে এই রীতি কার্য করার ক্ষেত্রে এখনই অগ্রসর হতে রাজি হল না সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, এক্ষেত্রে বিষয়টি মহিলাদের স্বার্থের বিরুদ্ধে চলে যেতে পারে। তবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার গুলি আলাদাভাবে এই নিয়ম চালু করলে শীর্ষ আদালত তার বিরোধিতা করবে না বলে জানিয়েছেন তিনি।
খেলা
  • আসন্ন প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে কুচকওয়াজে পতাকা বাহক হিসেবে ঘোষণা করা হল ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু এবং টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমলের নাম। পি ভি সিন্ধু ভারতের একমাত্র মহিলা খেলোয়াড় যিনি দুবার অলিম্পিকের পদক জিতেছেন। অন্যদিকে শরৎ কমল এই নিয়ে পঞ্চম বার অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি কমনওয়েলথ গেমসে তিনটি সোনা জিতেছিলেন। এবারের অলিম্পিক প্রতিযোগিতায় ভারতের প্রাক্তন শুটার গগন নারাং শেফ দ্য মিশন এর দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
  • আন্তর্জাতিক টেনিস এর অল অফ ফেম – এ অন্তর্ভুক্ত হতে চলেছেন ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।
বিবিধ
  • শব্দ অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে দেয়। বিশেষ করে বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি যখন পঙ্গু, জড়বুদ্ধি, বিকলাঙ্গ প্রভৃতি শব্দ ব্যবহার করা হয়। একটি মামলার সূত্রে এই পর্যবেক্ষণ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার রায়ে জানিয়েছে, চলচ্চিত্র বা অনুরূপ কোন দৃশ্য মাধ্যমে এখন থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অমর্যাদা করে এই ধরনের শব্দ ব্যবহার নিষিদ্ধ করা হলো।
  • এযাবৎ কালের মধ্যে ২০২৪ সালের জুন মাস ছিল বিশ্বের সবথেকে উষ্ণতম মাস। ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেন্ট চেঞ্জ সার্ভিস প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।