কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২৩

schedule
2023-06-09 | 06:30h
update
2023-06-09 | 10:56h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক ই ইনসাফ পাকিস্তান দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হলো। সন্ত্রাস দমন আইনে এই মামলা করা হয়েছে। গত ৬ জুন বালুচিস্থান প্রদেশের কোয়েটায় আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল রাজ্জাক শার। পরিবারের অভিযোগ, ইমরানের বিরুদ্ধে মামলা করার পর থেকেই খুনের হুমকি আসছিল। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙ্গে দেওয়ার পর এই মামলা করেছিলেন রাজ্জাক।
  • মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
জাতীয়
  • ওড়িশার বালেশ্বরে আব্দুল কালাম দ্বীপ থেকে ব্যালাস্টিক মিসাইল অগ্নি প্রাইমের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার আগে এই পরীক্ষা চালানো হয়েছে।
  • দেশকে কাঁপিয়ে দেওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডের খোঁজ মিলল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের থানে জেলায় মিরা রোডের আকাশগঙ্গা আবাসনের আটতলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো ৩৬ বছর বয়সি সরস্বতী বৈদ্যের মৃতদেহ। তার দেহ অন্তত কুড়িটি টুকরো করে কাটা হয়েছে। কিছু কিছু দেহাংশ প্রেসার কুকারে সিদ্ধ করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সরস্বতীর লিভ ইন পার্টনার মনোজ সানে নামে ৫৬ বছরের এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement

খেলা
  • ফরাসি ওপেনে অঘটন। মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় বাছাই এরিনা সাবালেঙ্কা হেরে গেলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার কাছে। সেমিফাইনালে সাবালেঙ্কা হারলেন ৬-৭, ৭-৬, ৫-৭ গেমে। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন মুচোভা। ২৬ বছরের তরুণী এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেছিলেন।
  • ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ -এর ফাইনালে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ১০ উইকেটে ৪৬৯ রান তুলল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড করলেন ১৬৩ রান। স্টিভ স্মিথও শতরান করলেন। তিনি ১২১ রান করে একগুচ্ছ রেকর্ড করেছেন। প্রথমত ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি শতরান করলেন তিনি। এটি স্টিভের ভারতের বিরুদ্ধে নবম টেস্ট শতরান। তিনি ভাঙলেন রিকি পন্টিং -এর আটটি শত রানের রেকর্ড। বিদেশের মাটিতে টেস্ট শতরানের হিসেবে তিনি ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকে। বিদেশে মোট ১৪ টি টেস্ট শতরান করেছেন কোহলি সেখানে স্টিভের শতরান ১৫ টি। এদিন স্টিভ ৩১ তম টেস্ট শতরান করলেন। জবাবে ভারত পাঁচ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে।
  • মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত সেমিফাইনালে উঠল। এদিন ভারত চিনা তাইপেকে ১১ -০ গোলে হারিয়ে দিল। গ্রুপ লিগে ভারত একটি ম্যাচেও হারেনি।
বিবিধ
  • ব্রিটেনের ‘দি শিখ ফোরাম ইন্টারন্যাশনাল’ – এর পক্ষ থেকে ২০২৩ সালের ‘শিখ অফ দা ইয়ার’ সম্মানে ভূষিত করা হলো ভারতের রাজ্যসভার সংসদ বিক্রমজিৎ সাহানিকে। লন্ডনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের ভারতীয় হাই কমিশনার বিক্রম দড়াইস্বামী।
  • গত ৩১ মার্চ পর্যন্ত দেশের বাজারে চালু ছিল ৩.৬২ লক্ষ কোটি টাকার ২ হাজার টাকার নোট। এর মধ্যে গত কয়েকদিনে ১.৮০ লক্ষ কোটি টাকার দু হাজারের নোট ব্যাংকে জমা পড়েছে। এর মধ্যে ৮৫% নোট  ব্যাংক অ্যাকাউন্টগুলিতেই আমানত হিসাবে জমা পড়েছে। এই তথ্য জানিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক। এদিন ছিল রিজার্ভ ব্যাংকের ঋণ নীতি পর্যালোচনার দিন। তারা আপাতত ঋণের হার অপরিবর্তিত রেখেছে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 17:44:01
Privacy-Data & cookie usage: