কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মার্চ ২০২৪

267
0
Current Affairs 8th March

আন্তর্জাতিক
  • জাপানের ‘ড্রাগন বল’ কমিকসের স্রষ্টা আকিরা তরিয়ামা প্রয়াত হলেন। পুরোদমে কাজ করতে করতেই মাত্র ৬৮ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্রয়াত হলেন তিনি। ১৯৮৪ সালে ড্রাগন বল কমিকস প্রথম প্রকাশ পায়। তারপর থেকেই অসামান্য জনপ্রিয়তা অর্জন করে তা। এই কমিকসের নায়ক সন গোকু শুধু জাপান নয় সারা বিশ্বেই কিশোর কিশোরীদের কাছে অসামান্য জনপ্রিয়।
  • মানবিক ও সামাজিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি কাজ করেন তাদের ইরাসমাস পুরস্কার দেয় নেদারল্যান্ডের প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন। এ বছর সেই পুরস্কার পাচ্ছেন লেখক অমিতাভ ঘোষ। ‘দ্য শ্যাডো লাইন’, ‘দ্য হাংরি টাইডস’, ‘দ্য সার্কেল অব রিজন’,  ‘দ্য ক্যালকাটা ক্রোমোজোম’ প্রভৃতি বই এর লেখক এই পুরস্কার পাচ্ছেন জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা গড়ে তোলার  জন্য। এর আগে ২০১৮ সালে তিনি ‘জ্ঞানপীঠ’ পেয়েছিলেন।
  • পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন মিডিয়া ব্যারন রুপার্ট মারডক। ৯২ বছরে এটি তাঁর পঞ্চম বিবাহ। পাত্রী বায়োলজিস্ট এলিনা যুকোভা। পাত্রীর বয়স ৬৭ বছর।
জাতীয়
  • কারাবন্দীদের অতিরিক্ত সুযোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল খোদ জেল সুপারকে। অসম পুলিশ এদিন গ্রেপ্তার করল ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের সুপার নৃপেন দাসকে। এই জেলেই বন্দি রয়েছেন খালিস্থানি সংগঠন ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ এর প্রধান অমৃতপাল সিং। মাস খানেক আগে অমৃত পালের কক্ষে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছিল একাধিক স্মার্টফোন, রিমোট আইটেম, স্মার্ট ওয়াচ প্রভৃতি। এরপরে তদন্ত চালায় পুলিশ। সেই তদন্তের সূত্রেই জেল সুপারকে গ্রেপ্তার করা হল।
  • দেশে যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় মনোনীত সদস্য হিসেবে ঘোষণা করলেন সুধা মূর্তির নাম। সুধা মূর্তি নিজে বিশিষ্ট শিক্ষক, লেখক তথা শিক্ষাবিদ। টেলকোয় প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। তিনটি ভাষায় ৪০টির বেশি বই লিখেছেন। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তাঁর স্বামী, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক তাঁর জামাই। এদিন আগরতলা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিচালিত হলো কেবলমাত্র মহিলা কর্মচারীদের দ্বারা। আন্তর্জাতিক নারী দিবসে মিজোরাম বিধানসভায় স্পিকারের দায়িত্ব পালন করলেন সে রাজ্যের কনিষ্ঠতম মহিলা বিধায়ক বোরিল ভান্নেইসাঙ্গি।আন্তর্জাতিক নারী দিবস পালনে পিছিয়ে নেই এরাজ্যও। এদিন রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ও রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার দুটি সাবস্টেশন পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত  হয়ে কাজ শুরু করলো। এগুলি হলো সল্টলেক জিআই সাবস্টেশন এবং নিউ টাউন রাজারহাট এলিটা গার্ডেন ভিস্তা সাব স্টেশন। এই দুই সাবস্টেশনে কাজ করবেন ৩৪ জন মহিলা কর্মী। এদিনই সামনে এলো আন্তর্জাতিক সংস্থা ডেলয়েট গ্লোবাল বোর্ডরুম প্রোগ্রামের একটি সমীক্ষা। বিশ্বের ৫০ টি দেশের ১৮০০০ সংস্থাকে নিয়ে করা ওই সমীক্ষায় জানা গেছে বিশ্বে মহিলা চেয়ারপারসনদের সংখ্যা ৪.১ শতাংশ, মহিলা সিইও-দের সংখ্যা ৫.১ শতাংশ।
খেলা
  • ধর্মশালা টেস্টে ভারত প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে তুলল ৪৭৩ রান। অভিষেক টেস্টে ৬৫ রান করলেন দেবদূত পাদ্দিকাল। অন্যদিকে শতরান করলেন রোহিত শর্মা (১০৩) এবং শুভমান গিল (১১০)। ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে চারটি শতরান করে রোহিত স্পর্শ করলেন সুনীল গাভাসকারের রেকর্ড।
  • ক্রাইস্ট চার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করল ১৬২ রান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং টিম সাউদি দুজনের ক্ষেত্রেই এটি তাঁদের শততম টেস্ট ম্যাচ।
বিবিধ
  • ব্যাংক কর্মচারীদের ১৭ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব অবশেষে অনুমোদিত হলো। এদিন এই বিষয়ে চুক্তি সম্পাদিত হল দেশের ব্যাঙ্ক কর্মীদের সংগঠন গুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির মঞ্চ আইবিএ – এর মধ্যে। সপ্তাহে ৫ দিন কাজের প্রস্তাব ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।