কারেন্ট অ্যাফেয়ার্স ৮ নভেম্বর ২০২৩

274
0
Current Affairs 21st November

আন্তর্জাতিক
  • নিউ জার্সি সেনেটে জয়লাভ করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী ভিন গোপাল। এই নিয়ে তিনি তৃতীয়বার নিউ জার্সি সেনেটে জয় পেলেন। ভিন গোপাল প্রথম দক্ষিণ এশীয় হিসেবে নিউ জার্সি সেনেটে সদস্য হয়েছিলেন। তিনি ডেমোক্রাট দলের রাজনীতিক।
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলা চলছে নিউইয়র্কের আদালতে। এদিন সেই মামলায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হলেন ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। আদালতে তিনি জানিয়েছেন ট্রাম্প অর্গানাইজেশনের আর্থিক লেনদেন নিয়ে তাঁর কিছু মনে নেই। এই সংস্থার রিয়েল এস্টেট চুক্তি নিয়েও কিছু মনে নেই বলে দাবি করলেন তিনি।
জাতীয়
  • দিল্লিতে স্কুলগুলিতে আগাম শীতের ছুটি ঘোষণা করে দিল দিল্লি সরকার। ভয়াবহ দূষণ পরিস্থিতির হাত থেকে ক্ষুদে পড়ুয়াদের রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হলো। পরিস্থিতি সামলাতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর উদ্যোগ নিচ্ছে দিল্লি সরকার। এক্ষেত্রে প্রযুক্তি সহায়তা দেবে কানপুর আইআইটি। ২০ ও ২১ নভেম্বর দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে সিদ্ধান্ত রূপায়নের আগে আদালতের ছাড়পত্র প্রয়োজন।
  • কৃত্রিম মেধার সাহায্যে নকল ভিডিও প্রয়োগ নিয়ে সমাজ মাধ্যমগুলিকে নির্দেশিকা বেধে দিল কেন্দ্রীয় সরকার। বিশেষত ডিপফেক ভিডিও নিয়ে কোন অভিযোগ এলে ৩৬ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে গোটা দেশেই নিন্দার ঝড় উঠেছে।
  • ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জাল নথি তৈরি করে দেওয়ার একটি চক্র ধরা পড়েছে। এদিন এ বিষয়ে যুক্তদের ধরতে দশ রাজ্যে একযোগে তল্লাশি চালালো এনআইএ। গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে ইংল্যান্ড ১০৭ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছিল। এদিন বেন স্টোকস শতরান করলেন (৮৪ বলে ১০৮ রান)।
  • বরখাস্ত করা হলো সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ-এর সচিব সাজি প্রভাকরণকে। বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গেছে প্রতি মাসে ১২ লক্ষাধিক টাকা বেতন পেতেন তিনি। সংস্থার ব্যয় সংকোচের কারণেও তাঁকে সরানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিবিধ
  • ভারত অর্গানিক্স। এই নামেই ভেষজ খাদ্য পণ্য বাজারে আনল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকসের অধীনে এই নতুন ব্র্যান্ড চাল, ডাল, রাজমা, চিনি, প্রভৃতি পণ্য বিক্রি করবে।
  • ভারতের পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলের নতুন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার হলেন অ্যান্ড্রু ফ্লেমিং।
  • প্রয়াত হলেন ধ্রুব নারায়ণ ঘোষ (৯৫)। তিনি ব্যাংকিং ও অর্থনৈতিক মহলে ডি এন ঘোষ নামে পরিচিত ছিলেন। মূল্যায়ন সংস্থা ইকরা এর প্রতিষ্ঠাতা তিনি।তাঁর আত্মজীবনীর নাম ‘নো রিগ্রেটস’। ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শীর্ষ পদাধিকারী ছিলেন তিনি। এই সময়ই ব্যাংক জাতীয়করণ হয়। স্টেট ব্যাংক -এ কম্পিউটারের ব্যবহার শুরু হয় তাঁর আমলেই।