কারেন্ট অ্যাফেয়ার্স ৮ নভেম্বর ২০২৪

64
0
Current Affairs 8th November

আন্তর্জাতিক
  • ট্রাম্পের জয়ে আগামী দিনে সমস্যায় পড়তে পারেন ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ। আশঙ্কা বাড়বে সে দেশে বসবাসকারী ভারতীয়দের। তিনি ঘোষণা করেছিলেন, জয়ী হয়ে ফিরলেই আমেরিকায় অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। জন্মসূত্রে নাগরিকত্বের আইনটিই তিনি পালটাতে চাইছেন। মা বা বাবার যে কোনো একজন আমেরিকান হলে তবেই সন্তান সে দেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। আমেরিকায় বসবাসকারী অন্তত ১০ লক্ষ গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। ট্রাম্পের আনা নতুন আইনে সমস্যা পড়বেন তাঁরাও।
দেশ
  • আর জি কর হত্যাকাণ্ডের আদালতে সোমবার থেকে শুনানি হবে রোজ। গত ৮ আগস্ট গভীর রাতে আর জি কর হাসপাতালের মধ্যে এক তরুণী ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে গোটা দেশ, এমনকী বিশ্ব তোলপাড় হয়েছিল। তারই ন্যায় বিচার চেয়ে সরব একাংশ। সুপ্রিম কোর্টেও তার বিচার চলছে।
  • ভারতের ৫০ তম প্রধান বিচারপতি ড: ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়, (ডি ওয়াই চন্দ্রচূড় নামেই বেশি পরিচিত ছিলেন) অবসর গ্রহণ করলেন। শুক্রবার ছিল আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠান। ১০ নভেম্বর তিনি অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব থেকে। তিনি ২০২২ সালে ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তাঁর বাবা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ছিলেন ভারতের দীর্ঘ সময়ের প্রধান বিচারপতি।
খেলা
  • দক্ষিণ আফ্রিকায় বার্বাডোজে টি-২০ তে মাত্র ৪৭ বলে শতরান করলেন ভারতের তরুণ ওপেনার সঞ্জু।৫০ বলে ১০৭ রান করেছেন। ১০টি ছক্কা ও সাতটি চারের সাহায়্যে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হায়দরাবাদের পর ডারবানে প্রথম ভারতীয় হিসেবে পর পর দুটি শতরান করে নজির গড়লেন সঞ্জু। তাঁর দাপটে ৮ উইকেটে ২০২ রান তোলে ভারত। এর আগে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ তে সেঞ্চুরি করেন। ৪৭ বলে ১১১ রান করেছিলেন। এদিন আন্তর্জাতিক টি-২০ তে নিজের দ্বিতীয় শতরান তুলে নেন। আরও দুটি রেকর্ড করলেন ভারতের উইকেট কিপার ব্যাটার।‌ এর আগে ৫৫ বলে একশো করেছিলেন সূর্যকুমার যাদব। এদিন তাঁকে ছাপিয়ে যান সঞ্জু। ৪৭ বলে শতরানে পৌঁছে যান। মাত্র ২০ বল খেলে ৫০ রান থেকে একশোয় পৌঁছে যান সঞ্জু। মারকুটে ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনি এবং ঋষভ পন্থকেও টপকে গেলেন।
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় ক্রিকেট দল। জানা গিয়েছে, নিজেদের সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। সূচি ঘোষণা না হলেও প্রায় চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। ভারতের খেলার কথা লাহোরে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পর সূচিতে কিছু পরিবর্তন হবে।
বিবিধ
  • যখন জিএসটি কমিয়ে স্বাস্থ্য বিমার সুবিধার কথা বলা হচ্ছে ঠিক তখনই রাষ্ট্রায়ত্ত-সহ বিমা সংস্থাগুলি বয়স অনুযায়ী বিমার প্রিমিয়াম ৩-১০ শতাংশ বাড়িয়ে দিচ্ছে। সব থেকে বেশি বাড়ানো হচ্ছে প্রবণীদের ক্ষেত্রে। উদাহরণ হিসেবে বলা যায়, ৭০ বছর বয়সি কোনো প্রবীণের ৫ লক্ষ টাকার বিমার বার্ষিক প্রিমিয়াম জিএসটি নিয়ে ১,০৪,৮৪৭ টাকা। কিছু সংস্থা আবার এ মাসেই এই শ্রেণির প্রিমিয়াম বাড়াচ্ছে ১০ শতাংশ।
  • দেশের বিভিন্ন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। বাজার বিশেষজ্ঞদের অনুমান খুব শীঘ্রই পেঁয়াজ ১০০ টাকা কেজি ছুঁয়ে ফলবে। গত কয়েক দিন ধরেই পেঁয়াজ ৭০-৮০ টাকা কিলো দরে ঘোরাফেরা করছে। পেঁয়াজ ব্যাবসায়ীরা জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে চলতি বছরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর ফলে মার খেয়েছে পেঁয়াজ চাষ।
  • ডিজিটাল যুগে এটিএমের ব্যবহার ক্রমশ কমছে। খরচ কমাতে তাই ব্যাঙ্কগুলি তাদের এটিএম শাখা গুলি চিন্তা ভাবনা করছেন। ধীরে ধীরে বেশ কিছু এটিএম শাখা বন্ধ করে দেওয়া হতে পারে।
  • প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পে ৭০ বছর এবং তাঁর ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে মিলবে চিকিৎসা। নয়া এই উদ্যোগের লক্ষ্য প্রায় ৪.৫ কোটি পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা। পরিসংখ্যান বলছে, এর মাধ্যমে প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন।
  • প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা কভার পাবে। জানানো হয়েছে, ৭০ বছর বা তার ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। যোগ্য প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট বা আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।