আন্তর্জাতিক
- জাস্টিস ফর আরজি কর এই স্লোগানে উত্তাল হল বিশ্বের ২৬টিরও বেশি দেশ, ১০০টিরও বেশি শহরে। আরজি করে ডাক্তারী ছাত্রীর মৃত্যু ঘিরে গত এক মাস ধরে পশ্চিমবঙ্গ সহ বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। ঠিক এক মাস আগে এই ৯ তারিখে রাতেই মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই দিনের স্মরণে কলকাতাও প্রতিবাদে রাত জাগল।
- চলতি মাসে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভালকে যুদ্ধ বিরতির শান্তি বার্তা নিয়ে রাশিয়া পাঠাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লখে, স্বয়ং প্রধানমন্ত্রী এই শান্তিবার্তা নিয়েই গিয়ে ছিলেন রাশিয়ায়।
- ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে এ পর্যন্ত নিহত ৫৯ ভিয়েতনামের উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জন। নিখোঁজ রয়েছেন অনেকে। ইয়াগি চলতি বছর এশিয়ার কোনো দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। গত শনিবার ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানে। এলাকাটিতে বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানির কারখানা রয়েছে। একটি মাঝারি আকারের সেতু ধসে পড়েছে। বহু গাছপালা উপড়ে পড়েছে। থমকে গিয়েছে বিভিন্ন শিল্প কারখানার কাজ।
দেশ
- রাজ্যের দুর্নীতি ও আরজি কর কাণ্ডের প্রিতবাদ জানিয়ে রাজ্যসভার সাংসদ পধ ছাড়লেন জহর সরকার।
খেলা
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫ ফলে হারিয়ে নিজের তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতে নিলেন আরিনা সাবালেঙ্কা।
- ২৩ বছরের নবদীপ সিংহকে নিয়ে এই মুহূর্তে উত্তাল ক্রীড়ামহল। তাঁর উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। তাঁকে ব্যঙ্গ বিদ্রুপ করা হত। অভিমান বুকে চেপেও নিজের জেদ ছাড়েননি। অলিম্পক্সে ভারতের হয়ে জ্যাভলিনে সোনা এনে দিলেন। তাঁর আদর্শ গুরু নীরজ চোপড়া।
- এশীয় হকিতে চিনকে হারিয়ে শুভ সূচনা করল ভারতীয় হকি দল। চিনের সাসানফুয়ের-এ এই ম্যাচে ভারতের হয়ে তিনটি গোল করেন সুখজিত।
- বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেটে টেস্টে ফিরলেন ঋষভ পন্থ ও বিরাট কোহলি।
বিবিধ
- চলতি বছরে ১৩টি সংস্থা বাজারে নতুন শেয়ার আনছে। লক্ষ্য মোট ৮৬৪৪ কোটি টাকা সংগ্রহ করা।
- দেশে এই প্রথম কোনো ব্যক্তির শরীরে মাঙ্কি পক্স বা এমপক্স ভাইরাস সংক্রণের খবর পাওয়া গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সম্প্রতি এক স্বল্পবয়সি যুবক নাকি বিদেশের কোনো একটি দেশ থেকে এই সংক্রমণ নিয়ে এসেছে। তাকে নজরে রাখা হয়েছে।