কারেন্ট অ্যাফেয়ার্স ১১ অক্টোবর ২০২০

721
0

আন্তর্জাতিক

  • আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জার একটি আবাসনে আছড়ে পড়ল আর্মেনিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র। মৃত্যু হল ৯ জন অসামরিক ব্যক্তির। জখম হলেন ৩০ জন। আর্মেনিয়া ৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান।
  • উত্তর কোরিয়ায় একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হননি। এই দাবি করলেন সেখানকার রাষ্ট্রপ্রধান কিম জং উন।
  • গত ফেব্রুয়ারিতে নেপালের পর্যন্টন মন্ত্রী যোগেশ ভট্টরাই দাবি করেছিলেন তাঁর দেশে করেনার ছায়া নেই। এদিন কোভিডে আক্রান্ত হলেন তিনি নিজেই। বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৭৬,৪৮,৫৯৭ জন। মোট প্রাণহানি হয়েছে ১০,৭০,৬২১ জনের।

 

জাতীয়

  • সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে রাজ্যে অস্থিরতা তৈরির অভিযোগ আনলেন কোনো মুখ্যমন্ত্রী। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে। খবরে প্রকাশ, সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমনার বিরুদ্ধে এই অভিযোগ সহ প্রধান বিচারপতি অরবিন্দ বোবদের কাছে চিঠি লিখেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি। প্রসঙ্গত, রেড্ডির বিরুদ্ধেও সিবিআই, ইডির গুচ্ছ-গুচ্ছ মামলা চলছে।
  • ‘স্বামিত্ব’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে গ্রামের বাসিন্দাদের বাড়ি ও সংলগ্ন জমির অধিকার সংক্রান্ত নথি কার্ডের আকারে তুলে দেওয়া হবে।
  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ (৭০,৫৩,৮০৬) অতিক্রম করে গেল। ৬০ লক্ষ (৬০,৭৭,৯৭৬) অতিক্রম করে গেল সুস্থতার সংখ্যা। মোট প্রাণহানি হয়েছে ১,০৮,৩৩৪ জনের।

 

বিবিধ

  • পালিত হল ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’। নয়াদিল্লির ব্রিটিশ রাষ্ট্রদূত দিনটি পালনের জন্য ১৮ থেকে ২৩ বছরের মেয়েদের জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন।
  • ‘কোভিড পর্বে লিঙ্গসাম্যের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে সংক্ষিপ্ত ভিডিও পাঠাতে বলা হয়েছিল। সেই প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন চৈতন্য বেঙ্কটেশ্বরম। এদিন একদিনের জন্য তাঁকে নিজের আসন ছেড়ে দিলেন নয়াদিল্লির কার্যনির্বাহী ব্রিটিশ রাষ্ট্রদূত জ্যান টমসন।
  • মুম্বইয়ের আরকে অঞ্চলকে অভয়ারণ্য বলে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। ফলে রক্ষা পেল ৫ লক্ষ গাছ। এখানকার ৮০০ একর স্থানে ২৭০০টি গাছ কেটে মেট্রো কারশেড বানানোর প্রস্তাব ছিল যা সরিয়ে নেওয়া হবে কঞ্চুরমার্গে।

 

খেলা

  • ফরাসি ওপেন পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ফাইনালে তিনি ৬-০ ৬-২,৭-৫ সেটে হারালেন নোভাক জকোভিচকে। এই নিয়ে ১৩ বার এই খেতাব জিতলেন তিনি। কোনো গ্র্যান্ডস্ল্যামে এতবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড অন্য কারও নেই। জকোভিচ ৮ বার অস্ট্রেলীয় ওপেন এবং রজার ফেডেরার ৮ বার উইম্বলডন ট্রফি জিতেছেন। নাদাল এই নিয়ে মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে স্পর্শ করলেন ফেডেরারের রেকর্ডকে। নাদাল ১ বার অস্ট্রেলীয় ওপেন, ৪ বার ইউএস ওপেন এবং ২ বার উইম্বলডন ট্রফি জিতেছেন।

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল