কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন, ২০১৯

493
0
Current Affairs 9 June 2019

আন্তর্জাতিক

  • ২০০৩ সালের পর পুনরায় পথে নামলেন হংকংয়ের মানুষ। আধাস্বশাসিত হংকংয়ে চিনের আধিপত্য বৃদ্ধির প্রচেষ্টার বিরুদ্ধে এবং সেখানকার মুখ্যকার্যনির্বাহী আধিকারিক ক্যারি লামের পদত্যাগের দাবিতে প্রায় পাঁচ লক্ষ মানুষ পথে নেমে বিক্ষোভ দেখালেন।
  • এভারেস্টে বর্জ্য পরিষ্কার করতে গিয়ে ১১ টন বর্জ্য ছাড়াও ৪টি দেহ উদ্ধার হয়েছে। কিন্তু তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। ১৯২০ সালে অভিযান শুরুর পর কেবল এভারেস্ট শৃঙ্গ অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে ৩ শতাধিক অভিযাত্রীর। উদ্ধার হওয়া দেহগুলির ডিএনএ পরীক্ষা হবে বলে জানাল নেপাল প্রশাসন।

জাতীয়

  • শ্রীলঙ্কা সফরে গিয়ে সে দেশের রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে, বিরোধী নেতা মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে পৃথক-পৃথকভাবে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলম্বোয় সন্ত্রাসবাদী হামলা হয়েছিল যে সেন্ট অ্যান্টনিস গির্জায় সেখানেও যান তিনি।
  • দেশের ৭৫টি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করার সুপারিশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
  • এ বছর কোনো ভর্তুকি ছাড়া অন্তত ২ লক্ষ মানুষ হজ করতে যাবেন বলে জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

বিবিধ

  • অসমের জোরহাটে বৈদ্যুতিক চা-নিলাম কেন্দ্র চালুর কথা জানাল বোর্ড।গুয়াহাটির পর এটি তাদের দ্বিতীয় বৈদ্যুতিক চা-নিলাম কেন্দ্র। প্রসঙ্গত, অসমের ৪৫ শতাংশ চা নিলামে ও বাকিটা সরাসরি বিক্রি হয়।
  • বিদেশে পলাতক আর্থিক অপরাধীদের দেশে ফেরাতে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও সমন্বয়ের দাবি জানালেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

খেলা

  • বিশ্বকাপ ক্রিকেটে ভারত ৩৬ রানে অস্ট্রেলিয়াকে পরাস্ত করল। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫২ রান তুলেছিল ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন শিখর ধাওয়ান। এদিন তিনি শতরান (১০৯ বলে ১১৭ রান) করলেন। ওভালে এটি তাঁর তৃতীয় শতরান।
  • ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ফাইনালে তিনি ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে হারালেন অস্ট্রিয়ার দমিনিক থিমকে। নাদাল ২০০৫ সাল থেকে এই নিয়ে ১২ বার ফরাসি ওপেন জিতলেন। টেনিসের ইতিহাসে তাঁর আগে আর কেউ একই গ্র্যান্ড স্ল্যাম এতবার জেতেননি। ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে তিনি এই খেতাব জিতেছেন।
  • বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিল তুরস্ক। ইউরো কাপের যোগ্যতা নির্ণয়ের ম্যাচে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটালিনা চ্যানেল পার হলেন কালনার মেয়ে সায়নী দাস (২৫)। ৩১ কিমি দীর্ঘ চ্যানেল পার হতে সময় লাগল ১২ ঘণ্টা ১৬ মিনিট ৪৮ সেকেন্ড। এর আগে তিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন।