কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মে , ২০১৯

635
0
Current Affairs 9 May 2019

আন্তর্জাতিক

  • পুনরায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। কুমং এলাকা থেকে কম পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা না মানায় উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে আটক হল মার্কিন হস্তক্ষেপে।
  • দক্ষিণ আফ্রিকার সংসদে এবং ৯টি প্রাদেশিক আইন সভার নির্বাচনে পুনরায় জয়লাভ করল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তাদের প্রাপ্তি ৫৯ শতাংশ ভোট। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি ২৬ শতাংশ এবং লেফ্টিস্ট ইকোনমিক ফ্রিডম ফাইটার্স পেল ৯ শতাংশ ভোট।
  • প্রস্তাবিত ‘বাংলাদেশ, চিন, ভারত, মায়ানমার অর্থনৈতিক করিডর’ রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান করবে বলে দাবি করল চিন। তবে এতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করে নয়াদিল্লি।

জাতীয়

  • গত ১২ এপ্রিলের সুপারিশই পুনরায় কেন্দ্রের কাছে পাঠাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সমস্ত অঞ্চলের প্রতিনিধিত্ব রক্ষার ভারসাম্য রক্ষিত হচ্ছে না বল কেন্দ্রের যুক্তি খারিজ করে দিল সর্বোচ্চ আদালতের কলেজিয়াম।

বিবিধ

  • ঐতিহ্যশালী ব্রিটিশ খেলনা সংস্থা হ্যামলেজ কিনে নিচ্ছে রিলায়েন্স র‍্যান্ডম। ১৮৮১ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির ১৮টি দেশে ১৬৭টি বিপণি রয়েছে। ভারতের ১৯টি শহরে তাদের ৮৮টি স্টোর রয়েছে। লন্ডনে তাদের মূল বিপণিটি একটি পর্যটন কেন্দ্র যেখানে বছরে ৫০ লক্ষের বেশি পর্যটক যান।

খেলা

  • ভারতর জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হলেন ক্রোয়েশিয়ার ইগর স্তিমাচ। তিনি ১৯৯৮ সালে বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের সদস্য ছিলেন। কোচ বাছাইয়ের চূড়ান্ত পর্বে স্তিমাচ ছাড়াও মনোনীত হয়েছিলেন স্পেনের আলবার্তো রোকা, সুইডেনের হাকান এরিকসেন ও দক্ষিণ কোরিয়ার লি মিন স্যাং। স্তিমাচের সহকারী হিসাবে কাজ করবেন সন্দুগম ভেঙ্কটেশ।
  • মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে গেইল মঁফিসকে হারিয়ে খেলোয়াড় জীবনে ১২০০তম জয় পেলেন রজার ফেডেরার। এই তালিকার শীর্ষে রয়েছেন জিমি কোনর্স (১২৭৪)।
  • টেনিসকে বিদায় জানলেন ডেভিড ফেরার।