কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জানুয়ারি ২০২১

706
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক

  • উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা যাবে না, অবষাদে আক্রান্ত অ্যাসাঞ্জ সেখানে গেলে আত্মঘাতী হতে পারেন, এই আশঙ্কা থেকে উপরোক্ত নির্দেশের পাশাপাশি আসাঞ্জের মুক্তির নির্দেশ দিলেন ব্রিটেনের জেলা বিচারক ভানেসা বারাইটস। প্রসঙ্গত, গোপন তথ্য প্রকাশের দায়ে অ্যাসাঞ্জের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা প্রতিষেধক `চ্যাডক্স-১’ প্রথম দেওয়া হল ব্রিটেনে অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে ভর্তি ৮২ বছর বয়সী বৃদ্ধ ব্রায়ান পিঙ্কারকে। ব্রিটেনে এভাবেই দ্বিতীয় টিকার প্রয়োগ শুরু হল। সেখানে কোভিডে ৭৫ হাজার জনের প্রাণহানি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ লক্ষ ৬০ হাজার জন ও ব্রাজিলে ১ লক্ষ ৯৬ হাজার জনের প্রাণহানি হয়েছে করোনায়। এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিল বাংলাদেশ।
  • মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হলেন ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। এই নিয়ে তিনি চতুর্থবার এই পদে বসলেন।

 

জাতীয়

  • পশ্চিমবঙ্গের জন্য আলাদা যোজনা কমিশন গড়ার সিদ্ধান্ত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন সংক্রান্ত বৈঠকে একথা জানান তিনি
  • আন্দোলনরত কৃষক নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সপ্তম বৈঠকও ব্যর্থ হল। তবে পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষই। নরেন্দ্র সিং তোমার ও পীযূষ গোয়েল— এই দুই কেন্দ্রীয় মন্ত্রী বৈঠকে অংশ নিয়েছিলেন।

 

বিবিধ

  • ভারতের শেয়ার বাজারে দ্রুত গতিতে উত্থান ঘটছে শেয়ার সূচকের। এদিন সেনসেক্স ৪৮ হাজারের ঘরে ও নিফটি ১৪ হাজারের ঘরে পা রাখল। নভেম্বর মাসের ৩ তারিখে সেনসেক্স ছিল ৪০ হাজারের ঘরে। ৪ ডিসেম্বর ৪৫ হাজারের ঘরে প্রবেশ করেছিল সেনসেক্স।

 

খেলা

  • সেরি আ-তে জুভেন্টাস ৪-১ গোলে হারাল উজিনেজকে। জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলের পরিসংখ্যানে পেলেকে টপকে গেলেন তিনি। দেশ ও ক্লাবের হয়ে রোনাল্ডো ও পেলের মোট গোল সংখ্যা যথাক্রমে ৭৫৮ ও ৭৫৭। তবে এক্ষেত্রে শীর্ষে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জোসেফ বিসকাজ।
  • লা লিগায় ৫০০তম ম্যাচ খেললেন লিওনেস মেসি। এদিন উয়েস্কার বিরুদ্ধে এই ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে জয়ী হল। এদিন বার্সোলোনার হয়ে ৭৫০তম ম্যাচ খেললেন মেসি।
  • আইএসএলে হায়দরাবাদ এফসি ৪-১ গোলে হারাল চেন্নাইয়িন এফসি-কে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল