কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জানুয়ারি ২০২১

schedule
2021-01-07 | 12:34h
update
2021-01-07 | 12:34h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশে শতবর্ষ প্রাচীন একটি মন্দির ভেঙে ধ্বংস করে দেওয়ার মামলায় কড়া অবস্থান নিল পাকস্তানের আদালত। ৯২ জন পুলিশকর্মীর উপস্থিতিতে মন্দিরটি ভাঙা হয়। এরপর করক জেলার পুলিশ সুপারকে সাসপেন্ড করেছে আদালত। এবার মন্দিরটি নতুন করে তৈরি করে দেওয়ার জন্য `ইভ্যাকুই প্রপার্টি ট্রাস্ট’ বোর্ডকে নির্দেশ দিল আদালত। এর খরচ প্রধান চক্রান্তকারী মৌলবি মহম্মদ শরিফের কাছ থেকে আদায়ের কথা বলা হয়েছে। তাছাড়া পাকিস্তান জুড়ে যত মন্দির ও গুরুদ্বারের জমি জবরদখল হয়েছে তা দখলমুক্ত করতেও নির্দেশ দিলেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ।
  • পুনরায় লকডাউন ঘোষণা করল ব্রিটেন। স্কটল্যান্ড ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড আগেই লকডাউন ঘোষণা করেছে। করোনা ভাইরাসের আরও একটি সংক্রামক নতুন স্ট্রেন ক্রমশ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল।
  • আগামী ২৬ জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবসে নির্ধারিত ভারত সফর বাতিল করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
Advertisement

 

জাতীয়

  • নতুন সংসদ ভবন সহ সেন্ট্রাল ভিস্তা তৈরিতে ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। পরিবেশ ধ্বংসের আশঙ্কায় ২০২০ সালের ১৭ জুলাই একাধিক আবেদনের ভিত্তিতে প্রকল্পটি স্থগিত রাখার মামলা শুরু হয়েছিল সর্বোচ্চ আদালতে।
  • দেশের ৫টি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। হিমাচল প্রদেশের পং লেক চত্বরে ১৯০০টিরও বেশি পরিযায়ী পাখি, কেরলে প্রচুর হাঁস, রাজস্থান–গুজরাট, মধ্যপ্রদেশেও বিপুল পখির মৃত্যু ঘিরে এই আশঙ্কা ছড়াচ্ছে।

 

বিবিধ

  • রেকর্ড দাম বাড়ল ডিজেলের। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৫.৪৪ টাকা যা ২০১৩ সালে সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর সব থেকে বেশি।
  • হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে যোগাযোগ ও বাণিজ্যে উন্নতির জন্য ১০৬০.৫ কোটি টাকা খরচ করবে বিশ্ব ব্যাঙ্ক। এদিন বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে এই মর্মে চুক্তি হল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের।

 

খেলা

  • জোহান্নেসবার্গ টেস্টে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিল তারা।
  • পেলে সব মিলিয়ে ১২৮৩টি গোল করেছেন। ইনস্ট্রাগ্রামে এই তথ্য জানালেন তিনি নিজেই। এর মধ্যে প্রস্তুতি ম্যাচ, প্রীতি ম্যাচের গোল সংখ্যাও ধরা হয়েছে।
  • আইএসএলে মুম্বই সিটি ৩-১ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে।
  • পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান (২৩৮) করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউয়ি ক্রিকেটারদের মধ্যে তিনি টেস্টে দ্রুততম ৭০০০ রান করলেন (৮৩ টেস্টে)।

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 00:44:27
Privacy-Data & cookie usage: