কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জানুয়ারি ২০২১

schedule
2021-01-09 | 06:19h
update
2021-01-09 | 06:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে চলেছেন খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর কয়েক হাজার ট্রাম্প সমর্থক পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাপিটাল হিলের প্রশাসনিক ভবনে ঢুকে ভাঙচুর চালান। কেউ স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ারে বসে পা নাচাচ্ছেন। কেউ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চেয়ারে বসে সিগারেট টানছেন। আর প্রাণ বাঁচাতে ইলক্টোরাল ব্যালট নিয়ে বিতর্কে বসা কংগ্রেস সদস্যরা সুড়ঙ্গ দিয়ে পালাচ্ছেন। এমনই নজিরবিহীন তাণ্ডব চলল ক্যাপিটাল হিলে। মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনায় ৬ জানুয়ারি মার্কিন ইতিহাসের কালো দিন বলে ব্যাখ্যা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। কিছু বিক্ষোভকারীর হাতে কালো পতাকার পাশাপাশি ছিল ভারতের জাতীয় পতাকাও। তবে এত হাঙ্গামার পরও কংগ্রেসের দুই কক্ষই জো বাইডেনকে রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দিয়েছে। ঘটনাচক্রে এদিনই করোনায় রেকর্ড দৈনিক মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩,৮৬৫ জন। সব মিলিয়ে ৩ লক্ষ ৬৯ হাজার জনের এই সংক্রমণে প্রাণহানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
Advertisement

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা পৌঁছল ১,৫০,৩৩৬। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ১ কোটি (১,০০,১৬,৮৫৯ জন)। দেশে সক্রিয় রোগী রয়েছেন ২,২৮,০৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২,০৩,০৪৬ জন।

 

বিবিধ

  • নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি চিত্রা ঘোষ(৯০) প্রয়াত হলেন। তাঁর স্বামী সুবিমল ঘোষ ছিলেন কলকাতার প্রাক্তন শেরিফ। অবসরপ্রাপ্ত অধ্যাপিকা চিত্রা ঘোষ রাষ্ট্রসংঘের বিভিন্ন পদের দায়িত্বও সামলেছেন।
  • দেশের ২৩টি আইআইটি অ্যাডভান্সড নেওয়ার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
  • ফ্যাশন ডিজাইনার সত্য পাল (৭৯) প্রয়াত হলেন।

 

খেলা

  • সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হল সিরিজের তৃতীয় টেস্ট। বৃষ্টির কারণে এদিন ৫৫ ওভার খেলা হয়। ২ উইকেটে ১৬৬ রান করল অস্ট্রেলিয়া। এই টেস্টে চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করলেন ক্লেয়ার পেলোসাক। এই প্রথম কোনো মহিলা পুরুষদের টেস্টে আম্পায়ারের দায়িত্ব সামলালেন।
  • সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 11:56:32
Privacy-Data & cookie usage: