কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জানুয়ারি ২০২১

804
0
daily current affairs

আন্তর্জাতিক

  • মার্কিন সংস্থা মডার্না-র কোভিড প্রতিষেধক অনুমোদন করল ব্রিটেন। বিশ্বে তারাই প্রথম জরুরি ভিত্তিতে টিকাকরণ শুরু করেছিল। এর আগে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা সংস্থার টিকাকেও তারা ছাড়পত্র দিয়েছিল। এদিকে পশ্চিমের তৈরি টিকা ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে করোনা টিকা বয়কটের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই।
  • লস্কর-ই-তৈবার স্বঘোষিত কম্যান্ডার, মুম্বই হামলার চক্রী জাকিউর রহমান লকভিকে ১৫ বছরের কারাদণ্ড হয়েছে বলে পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র দাবি করল। ভারতের দাবি, এফটিএফ বৈঠকের আগে এ সবই লোকদেখানো কর্মসূচি।
  • ক্যাপিটল হিল হাঙ্গামার প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শিক্ষাসচিব বেটসি ডেভোস ও পরিবহণ সচিব এলেইন চাও।

 

জাতীয়

  • আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অষ্টম দফার বৈঠকও সফল হল না। বিজ্ঞান ভবনে এই বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও খাদ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এই বৈঠকের শেষ দিকে মৌনব্রত নিয়েছিলেন কৃষক নেতারা। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন কৃষক নেতারা।
  • মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি মামলায় গোয়ালিয়রের বিশেষ আদালতে ৪০০০ পাতার চার্জশিট পেশ করল সিবিআই। ২০১৬ সালে তদন্তের দায়িত্ব নিয়েছিল তারা।

 

বিবিধ

  • চলতি অর্থবর্ষে দেশের জিডিপি পূর্ববর্তী বছরের থেকে ৭.৭ শতাংশ কমতে পারে বলে ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গত ৪০ বছরে বৃদ্ধির বদলে কখনও সঙ্কোচন দেখেনি দেশ। সে ক্ষেত্রে দেশের অর্থনীতির মাপ ১৩৪.৪০ লক্ষ কোটি টাকা হ্রাস পাবে বলে সতর্ক করল মূল্যায়ন সংস্থা ইন্ডিয়া রেটিংস।
  • ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

খেলা

  • সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৩৩৮ রান করল অস্ট্রেলিয়া। শতরান (১৩১) করলেন স্টিভ স্মিথ। এর আগে প্রথম ২ টেস্টে ৪ ইনিংসে তিনি মাত্র ১০ রান করেছিলেন। এদিন তাঁকে রান আউট করেন রবীন্দ্র জাদেজা। ৪ উইকেটও পেয়েছেন তিনি। ভারত প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করল
  • আইএসএলে হায়দ্রাবাদ এফসি ৪-২ গোলে পরাস্ত করল নর্থ ইস্ট ইউনাইটেডকে।
  • করোনা প্রকোপ বেড়ে চলায় ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হল টোকিওয়। ফলে অলিম্পিকের প্রস্তুতি নিয়ে উদ্বেগ দেখা গেল।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল