কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জানুয়ারি ২০২১

811
0

আন্তর্জাতিক

  • জাকার্তায় বিমান দুর্ঘটনায় ৫০ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মীর সকলেরই মৃত্যু হল। শ্রী বিজয়া এয়ার সংস্থার ওই বিমানটি সুকর্ণ হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি ছিল ২৭ বছরের পুরনো।
  • ওয়াশিংটনে ক্যাপিটাল হিলে তাণ্ডব চালানোর ঘটনায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রচার চালানোর অভিযোগে তাঁকে আজীবন সাসপেন্ড করলেন টুইটর কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি পরবর্তী রাষ্ট্রপতির শপথ গ্রহণ পর্যন্ত তাঁকে ব্লক করল হোয়াটস অ্যাপ এবং ইনস্ট্রাগ্রাম। এদিকে ঘটনার দিন ভারতের পতাকা বহনকারী একজন বিক্ষোভকারীর পরিচয় জানা গিয়েছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত ভিনসেন্ট জেভিয়ার।

 

জাতীয়

  • মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে অগ্নিদগ্ধ হয়ে ও শ্বাসরোধে মৃত্যু হল ১০ সদ্যোজাত শিশুর। মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
  • মধ্যপ্রদেশে করোনা প্রতিষেধক গ্রহণকারী এক স্বেচ্ছাসেবক যুবকের মৃত্যু হয়েছে। ভারত বায়োটেক সংস্থার `কোভ্যাক্সিন’-এর তৃতীয় ধাপের পরীক্ষায় ওই প্রতিষেধক দিয়েছিলেন তিনি। সংস্থাটির দাবি, এই মৃত্যুর সঙ্গে প্রতিষেধকের কোনো সম্পর্ক নেই। এদিকে দেশে ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হবে বলে জানানো হয়েছে।
  • প্রবীণ কংগ্রেস নেতা মাধব সিং সোলাঙ্কি(৯৩) প্রয়াত হলেন। তিনি চারবার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। প্রথম জীবনে পেশায় তিনি সাংবাদিক ছিলেন।

 

বিবিধ

  • সানফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু অভিমুখে রওনা দিল এয়ার ইন্ডিয়ার একটি নন-স্টপ বাণিজ্যিক উড়ান। ১৬ হাজার কিমির এই পথ উত্তর মেরু পেরিয়ে আসবে। এই উড়ানের ৪ জন পাইলটই মহিলা। তাঁরা হলেন জোয়া আগরওয়াল, থাম্মাই পাগাড়ি, আকাঙ্ক্ষা সোনাওয়ানে এবং শিবানী মানহাস। বোয়িং ৭৭৭-২৫০০ আর কে বিমানের এই যাত্রাপথ প্রায় ১৭ ঘণ্টার।

 

খেলা

  • আইএসএলে দ্বিতীয় জয় পেল এসসি ইস্টবেঙ্গল। তারা ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে।
  • সিডনি টেস্টে ভারত প্রথম ইনিংসে করল ২৪৪ রান। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ রান করল। এদিন ১৭৬ বলে ৫০ রান করলেন চেতেশ্বর পূজারা যা টেস্টে তাঁর মন্থরতম অর্ধশতরান। এদিন সিডনিতে গ্যালারি থেকে যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ।
  • উদ্বোধন হল আই লিগের। ৭ বছর পর আই লিগের মূলপর্বে খেলতে নেমেই জয় গেল মহমেডান স্পোর্টিং। তারা ২-১ গোলে হারাল সুদেবা দিল্লি এফসিকে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল