কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জানুয়ারি ২০২১

schedule
2021-01-11 | 12:30h
update
2021-01-11 | 12:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাসে প্রথম প্রাণহানির এক বছর পূর্ণ হল। চিনের উহানে ৬১ বছরের এক বৃদ্ধ প্রথম এই সংক্রমণে প্রাণ হারিয়েছিলেন। এরই মধ্যে বিশ্বে করোনা সংক্রমণে ১৯,৩৯,৪৪৩ জনের প্রাণ হানি হয়েছে। সংক্রমিত হয়েছেন ৯ কোটি জন (৯,০৪,০৭,৩৩৮)। মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত হলেন ২,৬৯,৬২৩ জন। ইউরোপে ৫ লক্ষ ৮৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
  • বিদ্যুত বিপর্যয়ে নিষ্প্রদীপ হয়ে পড়ল গোটা পাকিস্তান। দেশের ১১৪টি শহর বিদ্যুত বিভ্রাটের শিকার। প্রযুক্তিগত ত্রুটিতে এই সমস্যা বলে জানা গেছে। ২০১৫ এবং ২০১৮ সালেও ব্ল্যাক আউটের মুখে পড়েছিল।

 

জাতীয়

  • গত বছরের ১৮ জুলাই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে ৩ যুবককে জঙ্গি সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছিল। তখন দাবি ছিল ৩ যুবকই জঙ্গি দলে নাম লিখিয়েছিল। এই ঘটনায় আদালতের নির্দেশে জম্মু-কাশ্মীর পুলিশ তদন্ত করে জানাল, ২০ লক্ষ টাকা পুরস্কার পাওয়ার লোভে সেনার ক্যাপ্টেন ভূপেন্দ্র সিং ৩ নিরীহ যুবককে ভুয়ো সংঘর্ষে হত্যা করেছিলেন। সেনাবাহিনীর তদন্তেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
  • উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও কেরলে বার্ড ফ্লু ছড়ানোর কথা জানাল কেন্দ্রীয় সরকার। বন্ধ করে দেওয়া হল কানপুর চিড়িয়াখানা। সেখানে খাঁচাবন্দি পাখিদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
Advertisement

 

বিবিধ

  • কশ্মীরের পশমিনা শিল্পকে রক্ষা করা ও আন্তর্জাতিক স্তরে তার প্রচার নিয়ে যাওয়ার স্বীকৃতিতে ২০২১ সালের গ্লোবাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন জম্মু ও কাশ্মীরের বিশিষ্ট সমাজকর্মী ড. বাবর আফজল। তাঁর প্রচেষ্টা নিয়ে `ফল অব পশমিনা’ নামক একটি তথ্যচিত্রও তৈরি হয়েছে।

 

খেলা

  • সিডনি টেস্টে ৬ উইকেটে ৩১২ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল অস্ট্রেলিয়া। ৪০৭ রানের টার্গেট তাড়া করে ২ উইকেট খুইয়ে ভারতের সংগ্রহ ৯৮ রান। এদিকে এদিনও সিডনিতে দর্শকদের থেকে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হলেন মহম্মদ সিরাজ। এই ঘটনায় আইসিসি-এর কাছে নালিশ জানিয়েছে ভারত।
  • আইলিগে দ্রুততম গোল (৯ সেকেন্ডে) করলেন ট্রাউ এফসি-র কোমরন টারসুনম। ট্রাউ–রিয়াল কাশ্মীরের ম্যাচটি ১-১ গোলে ড্র হল। চার্চিল ব্রাদার্স ৫-০ গোলে পরাস্ত করল ইন্ডিয়ান অ্যারোজকে।
  • সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় বাংলা ৯ উইকেটে হারাল ওড়িশাকে।
  • আইএসএলে কেরল ব্লাস্টার্স ৩-২ গোলে হারাল জামশেদপুর এফসিকে। চেন্নাই–ওড়িশা ম্যাচ ড্র হল।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 22:52:09
Privacy-Data & cookie usage: