কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জানুয়ারি ২০২১

770
0

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করতে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাব পেশ করল বিরোধী ডেমোক্র্যাফ্টরা। তবে শুধু বিরোধীরাই নয়, খোদ ট্রাম্পের দলের সেনেটররাও ক্যাপিটল হিল কান্ডের পর মুখ খুলছেন ট্রাম্পের বিরুদ্ধে। রিপাবলিকান সেনেটর লিসা মুরকয়োস্কি এবং প্যাট টুমিও ট্রাম্পের পদত্যাগ দাবি করলেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদে তাঁর মেয়াদ রয়েছে মোটে ৯ দিন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম ব্যক্তি যাঁর বিরুদ্ধে দুবার ইমপিচমেন্ট প্রস্তাব পেশ হল।

 

জাতীয়

  • কৃষক বিক্ষোভ সমাধানে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। নতুন তিনটি কৃষি আইনে স্থগিতাদেশ জারির ইঙ্গিত দিয়ে সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে মধ্যস্থতা করার জন্য একটি কমিটি তৈরির প্রস্তাবও দেওয়া হয়। তবে আন্দোলনরত কৃষকরা আইন বাতিল ছাড়া অন্য কোনো প্রস্তাব মানবেন না বলে জানিয়েছেন।
  • দেশে কোভিড টিকাকরণ সংক্রান্ত প্রস্তুতি ও কৌশল নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা, আধাসেনা প্রমুখ ৩ কোটি করোনা যোদ্ধার টিকাকরণের ব্যয় কেন্দ্রীয় সরকার বহন করবে বলে তিনি জানিয়েছেন। এদিকে প্রতি ডোজ টিকার দাম ২০০ টাকার মতো পড়বে বলে জানাল পুণের সিরাম ইনস্টিটিউট।
  • এবার দিল্লি, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়ল।
  • সেনাদের নগদ পুরস্কার দেওয়ার প্রথা নেই বলে জম্মু-কাশ্মীর পুলিশের তদন্ত রিপোর্ট বিষয়ে জানাল সেনা কর্তৃপক্ষ।

 

বিবিধ

  • বেঙ্গালুরুর কেম্পেগ্যেড়া বিমানবন্দরে নিরাপদে অবতরণ করল এয়ার ইন্ডিয়ার উড়ান এ আই ১৭৬। সানফ্রানসিসকো থেকে নন-স্টপ বিমান ১৭০০০ কিমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবতরণ করল। পথে অতিক্রম করল বরফ ঢাকা উত্তর মেরু। এই বিমানের ৪ জন বৈমানিকই ছিলেন মহিলা। তাঁরা হলেন জোয়া আগরওয়াল, পাগাগারি থানমাই, আকাঙ্ক্ষা সোনাওয়ারে এবং শিবানী মানহাস।
  • ২০২১ সালে কাগজবিহীন বাজেট পেশ হবে ভারতে। আর্থিক সমীক্ষাও পেশ হবে বৈদ্যুতিন মাধ্যমে। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটবে।

 

খেলা

  • সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ড্র হল। চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য লড়াই করলেন ঋষভ পন্থ, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিনরা। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহে ৫ উইকেটে  ৩৩৪ রান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট হল ৪০০, অস্ট্রেলিয়ার ৩৩২।
  • আইএসএলে মুম্বই সিটি এফসি ১-০ গোলে হারিয়ে দিল এটিকে মোহনবাগানকে। লিগ টেবিলে শীর্ষ দুই স্থানে থাকা দল দুটির মধ্যে লড়াই হল এদিন। প্রতিযোগিতায় এদিন দ্বিতীয়বার পরাজয় হল মোহনবাগানের। 

    লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

    বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল