কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জানুয়ারি ২০২১

938
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ইঞ্জেকেশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর হল লিমা মন্টোগোমারির। গত ৭ দশকে এই প্রথম কোনো মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হল মার্কিন মুলুকে। ২০০৪ সালে মিসৌরিতে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যা করে তার পেট চিরে গর্ভস্থ সন্তানকে বের করে নিয়েছিলেন লিসা। তাঁর আইনজীবীর দাবি ছিল, লিমা মানসিকভাবে অসুস্থ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব ২৩৫-২০৫ ভোটে পাস হল। কিন্তু তা প্রয়োগে রাজি হলেন না উপরাষ্ট্রপতি মাইক পেন্স। এরপর সেনেটেও প্রস্তাব পাস করবেন ডেমোক্র্যাফ্টরা। হাউসে প্রস্তাবটি পেশ করেছিলেন স্পিকার ন্যান্সি পেলোসি।
  • চিনা সংস্থা সিনোভ্যাক বায়োটেক–এর করোনা প্রতিষেধক ৫০.৪ শতাংশ কার্যকর বলে জানাল সংস্থাটি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ জানুয়ারি একদিনে ৪,৪৭০ জনের মৃত্যু হল করোনায়। সেখানে প্রতি ৩ মিনিটে একজনের প্রাণহানি হচ্ছে এই সংক্রমণে।

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ১৫,৯৬৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা ১,০৪,৯৫,১৪৭। ১৬ জানুয়ারি টিকাকরণ শুরু হবে দেশে। সেজন্য ১৭ জানুয়ারির পালাম পোলিও টিকাকরণ কর্মসূচি স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার।
  • প্রাক্তন সাংসদ কে ডি সিংকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করার মামলায় এই পদক্ষেপ বলে জানা গেছে।

 

বিবিধ

  • দেশে পেট্রোলের রেকর্ড দাম ছুঁল। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৮৫.৯২ টাকা। প্রসঙ্গত, লকডাউনের সময় পেট্রোপণ্যের দাম কমলেও উৎপাদন শুল্ক বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালের মে মাসে পেট্রো ও ডিজেলে উৎপাদন শুল্ক ছিল ৯.২০ টাকা ও ৩.৪৬ টাকা। তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩.৭৮ টাকা ও ২৮.৩৭ টাকা।

 

খেলা

  • আইএসএল প্রতিযোগিতায় চেন্নাইয়িন এফসি ২-১ গোলে হারিয়ে দিল ওড়িশা এফসি-কে। চার ম্যাচ পর জয় পেল চেন্নাই।
  • থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে জয়ী হলেন সাইনা নেওয়ালাল-কিদাম্বি শ্রীকান্ত। জুটিতে জয় পেলেন সাত্বিক সাইরাজ-চিরাগ শেঠীও।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল