কারেন্ট অ্যাফেয়ার্স ৯ অগস্ট ২০২৪

153
0
Current Affairs 9th August

আন্তর্জাতিক
  • বাল্যবিবাহকে বৈধ করার জন্য ইরানের শাসকদলের একটি প্রস্তাব পেশ হলো সে দেশের সংসদে। ১৯৫৯ সালে ইরাকের রাজতন্ত্রের পতনের পর বিয়ের বিষয়ে নির্দিষ্ট আইন তৈরি হয়েছিল। তখনই ঠিক হয়েছিল ১৮ বছর বয়স না হলে বিবাহ করা যাবে না। এবং বিবাহ ব্যবস্থা পরিচালনার দায়িত্ব ধর্মীয় সংগঠনগুলির হাত থেকে চলে গিয়েছিল সরকারের হাতে। নতুন যে প্রস্তাব এসেছে তাতে মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ৯ বছর এবং ছেলেদের ১৫ বছর করার প্রস্তাব রাখা হয়েছে। এক্ষেত্রে সরকারি ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় সংগঠনগুলির হাতেও বিবাহ সম্পাদন করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
  • বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করলেন এই সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তিনি নিজের হাতে রেখেছেন শিক্ষা, কৃষি, খাদ্য, রেল, প্রতিরক্ষা, বিদ্যুৎ, তথ্য ও সম্প্রচারসহ ২৭ টি মন্ত্রক। অর্থ মন্ত্রক দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেউদ্দিন আহমেদকে। এছাড়া আরও দুটি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ১৬ জন উপদেষ্টার অন্যতম দুজনকে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
জাতীয়
  • পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তাঁর দেহদানের ইচ্ছা মেনেই এদিন অর্পণ করা হলো নীলরতন সরকার মেডিকেল কলেজে। পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা ভবন, দলীয় কার্যালয় ঘুরে তাঁর মরদেহ নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোকযাত্রা গিয়ে শেষ হয় ওই হাসপাতালে।
  • দিল্লি আবগারি নীতি মামলায় জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসৌদিয়া। ১৮ মাসের মধ্যেও তাঁর বিরুদ্ধে বিচার শুরু না হওয়ায় তদন্তকারী সংস্থার কড়া সমালোচনা করে তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই মামলায় এখনো জামিন পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
খেলা
  • মাত্র কিছুদিন আগে নতুন একটি জ্যাভলিন কেনার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়ে ব্যর্থ হয়েছিলেন আরশাদ নাদিম। শেষ পর্যন্ত বহু মানুষের অনুরোধের পর সরকার একটি জ্যাভলিন কেনার অর্থ দিয়েছিল তাঁকে। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর সেই আরশাদ নাদিমকেই একের পর এক পুরস্কারে ভরিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে।
বিবিধ
  • বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে লুট হয়ে যাওয়া পশু পাখিদের ফিরিয়ে আনার চেষ্টায় উদ্যোগী হল একটি পশুপ্রেমী সংগঠন।
  • চিকিৎসা বিদ্যার স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা- নিট পিজি বাতিলের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বাড়ি থেকে বহু দূরে পরীক্ষার আসন পড়ার প্রেক্ষিতে এই আবেদন জানানো হয়েছিল। প্রসঙ্গত, এর আগে ২৩ জুন তারিখে এই পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল।