কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ডিসেম্বর ২০২৩

schedule
2023-12-11 | 05:14h
update
2023-12-13 | 05:21h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

 

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে অব্যাহত রয়েছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর বোমাবর্ষণ। গাজার পাশাপাশি এদিন দক্ষিণ সিরিয়া এবং লেবাননেও তারা বোমা ছুড়েছে। অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘে একটি প্রস্তাব এনেছে সংযুক্ত আরব আমিরশাহী। গাজা ভূখণ্ডে অবিলম্বে সংঘর্ষ বিরতির প্রস্তাব রয়েছে সেখানে। নিরাপত্তা পরিষদের ১৩ টি সদস্য দেশ ভোট দেয়। ভোটদানে বিরত থাকে ব্রিটেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভিটো প্রয়োগ করে। তাদের বক্তব্য, সামরিক অভিযান বন্ধ হলে গাজার ক্ষমতা থাকবে হামাসের হাতে। ফলে নতুন একটি যুদ্ধের বীজ বপন করা হবে। তাদের দাবি, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এই প্রসঙ্গে হামাসের মুখপাত্র বলেছেন, আমেরিকার এই ভিটো প্রয়োগ প্যালেস্টাইনে গণহত্যায় সরাসরি সাহায্য করার সামিল।
জাতীয়
  • আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হল নগদ ২৯০ কোটি টাকার বেশি। একটি নির্দিষ্ট অভিযানে এই বিপুল পরিমাণ নগদ টাকার খোঁজ পাওয়া পাওয়ার মতো ঘটনা এই প্রথম। ওড়িশার মদ প্রস্তুতকারক সংস্থা বৌধ ডিসটিলারি প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে কর ফাঁকি ও আর্থিক বিনিয়মের অভিযোগ নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল নগদের খোঁজ পেয়েছে আয়কর দপ্তর। তারা ওড়িশা, ঝাড়খন্ড ও বাংলার বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করেছে।
  • মার্কিন নাগরিক এরিক ড্যানিয়েল ব্যাকউইথকে দু বছরের কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের একটি আদালত। গত মার্চ মাসে ভারত-নেপালের সোনাওলি সীমান্ত দিয়ে জাল ভিসা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ধরা পড়েন তিনি।
Advertisement

খেলা
  • সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে আল রিয়াদ দলের বিরুদ্ধে ম্যাচ খেলে পেশাদার ফুটবল জীবনে নিজের বারোশো তম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের পঞ্চম ফুটবলার হিসাবে এই রেকর্ড করলেন তিনি। এই নজির গড়ার দিনেও গোল করেছেন রোনাল্ডো। এক্ষেত্রে সব থেকে বেশি ম্যাচ খেলে তালিকা র শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের পিটার শিলটন। তিনি ১৩৮৭ টি ম্যাচ খেলেছেন। তারপর রয়েছেন ইংল্যান্ডেরই পল বাষ্টক,স্টপ ব্রাজিলের রোজেরিয় চেনি এবং ব্রাজিলেরই ফাবিও।
  • আইএসএল প্রতিযোগিতায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি দলের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হলো। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে ষষ্ঠ স্থানে।
  • বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে বাংলা আট উইকেটে হারিয়ে দিল গুজরাটকে। এই ম্যাচে জোড়া শতরান করলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদার।
  • মিরপুর টেস্টে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে নিউজিল্যান্ড পরাজিত হয়েছিল। এর ফলে ২ টেস্টের সিরিজ শেষ হলো অমীমাংসিতভাবে। সিরিজে ১৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ হলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। দ্বিতীয় টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।
  • ব্রাজিল ফুটবলের লিগ থেকে অবনমন ঘটলো ঐতিহাসিক ক্লাব স্যান্টোসের। ১১১ বছরের ইতিহাসে এই প্রথমবার তারা অবনমনের স্বাদ পেল। পেলের হাত ধরেই সাফল্যের চূড়ায় পৌঁছে ছিল স্যান্টোস। পরে সেখানে খেলেছেন নেইমার জুনিয়র, রবিনহো, রদ্রিগো প্রমুখো তারকা ফুটবলার।
  • মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ঘরের মাঠে সিরিজ খোয়ালো ইংল্যান্ডের কাছে। পরপর দুই ম্যাচেই ভারতকে পর্যদুস্থ করল ইংল্যান্ড।

 

বিবিধ
  • কলকাতার শিশির মঞ্চে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার-এ বক্তব্য পেশ করলেন লরেন্স আরডিস। তিনি নিউইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট এর প্রাক্তন কিউরেটর।
  • এতদিন কানাডায় বিদেশ থেকে কেউ পড়তে গেলে তাদের ব্যাংক আমানতে ১০ হাজার ডলার জমা রয়েছে তা দেখাতে হতো। গত কুড়ি বছর ধরে এই নীতির বদল হয়নি। ২০২৪ সালের প্রথম দিন থেকে ওই আমানত বাড়িয়ে ২০৬৩৫ ডলার রাখতে হবে বলে সিদ্ধান্ত নিল কানাডা। প্রসঙ্গত গত বছরও সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী কানাডায় পড়তে গেছেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 20:53:00
Privacy-Data & cookie usage: