কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জানুয়ারি ২০২৪

328
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ভূমিকম্প অনুভূত হল জাপান ও ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার তালাও দ্বীপে এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৬.৮, তবে কম্পনের উৎকেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে হওয়ায় ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি বলে জানা গেছে। অন্যদিকে জাপানে যে ভূমিকম্প হয়েছে তার ফলে বহু জায়গা মূল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত সংবাদ জানা যায়নি। প্রসঙ্গত, জাপান এখনো পয়লা জানুয়ারির কম্পনের রেশ কাটিয়ে উঠতে পারেনি। পশ্চিম জাপানে ওই কম্পনে প্রাণ হারিয়েছিলেন ২০২ জন। তার উদ্ধারকার্য এখনও চলছে। রিখটার স্কেল অনুযায়ী সেদিনের কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ওই তীব্র ভূমিকম্পের পর অন্তত ১২০০ বার আফটার শক অনুভূত হয়েছে পশ্চিম জাপানে।
  • ‘শিশুরা হল উপহার যা কখনোই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে হতে পারে না’- ভ্যাটিকান সিটিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে এই মন্তব্য করলেন খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ নিয়ন্ত্রক পোপ। এই মন্তব্যের পরই পোপ প্রথম ফ্রান্সিস গোটা বিশ্বে সারোগেসি নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। সারোগেসি পদ্ধতিতে জনক জননী হওয়া দুঃখজনক বলে তিনি মন্তব্য করেছেন। প্রসঙ্গত, ইতালি সহ বেশ কিছু দেশে সারোগেসি এখন বেআইনি।
  • ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন  গেব্রিয়েল আত্তাল। তাঁর বয়স মাত্র ৩৪। এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হলেন তিনি। তিনি হলেন ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তবে এর আগে তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রীর পদ সামলেছেন। ২০১৮ সালে তিনি নিজেকে সমকামী বলে ঘোষণা করেন। সে দিক থেকে এই প্রথম কোন সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বেসরকারি উদ্যোগে চাঁদে মহাকাশযান পাঠানোর ‘পেরিগ্রিন মিশন ১’ ব্যর্থ হল। কল্পবিজ্ঞান লেখক আর্থারসি ক্লার্কসহ শতাধিক ব্যক্তির চিতাভস্ম এবং ডি এন এ চাঁদের মাটিতে রেখে আসার পরিকল্পনা নিয়েছিল দুটি বাণিজ্যিক সংস্থা। কিন্তু মার্কিন অ্যাস্ট্রবটিক টেকনোলজির এই অভিযান শুরুর ২৪ ঘন্টার মধ্যেই জানা গেল ল্যান্ডারের জ্বালানি ট্যাঙ্কে ত্রুটি রয়েছে। ফলে ল্যান্ডার চাঁদের বুকে নামতে পারবে না।
জাতীয়
  • মলদ্বীপে ভারতীয় পর্যটকদের ১৪ হাজার হোটেল বুকিং বাতিল হল। নাগাড়ে বাতিল হচ্ছে সেখানকার বিমান বুকিংও। এই ঘটনায় মলদ্বীপ পর্যটন অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতি দিয়ে সেখানকার নতুন সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে ও ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ওপর জোর দেওয়া হয়েছে এই বিবৃতিতে। অন্যদিকে মলদ্বীপের অন্যতম বিরোধী নেতা তথা  সংখ্যালঘু দলের নেতা আলি আজিম বলেছেন,  প্রতিবেশী দেশকে কোনঠাসার চেষ্টা বন্ধ হোক। তিনি অনাস্থা প্রস্তাব আনার ডাক দিয়েছেন। এরই মধ্যে মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু তাঁদের দেশে  চিনকে বেশি করে পর্যটক পাঠানোর আবেদন জানিয়েছেন।
  • সন্তানসম্ভবা মা এবং সদ্য তরুণীদের থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক। এই নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এই রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
  • দিল্লির পি এম এল এ আদালতে রেলে জমির বদলে চাকরি কেলেঙ্কারি মামলায় চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলার চার্জশিটে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের সাংসদ কন্যা নেশা ভারতী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদের স্ত্রী রাব্রি দেবীর রাওরি দেবীর নাম রয়েছে। রয়েছে রয়েছে লালুর আর এক কন্যা হেমা ভারতের হেমা যাদবের নামও রয়েছে
  • নিজের সন্তানকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হলো একটি স্টার্টআপ সংস্থার সিইও সূচনা সেট কে বর্তমানে তিনি ব্যাঙ্গালুর বাসিন্দা হলেও আদতে তিনি কলকাতার মেয়ে চার বছরের শিশু সন্তানকে নিয়ে তিনি গোয়ার পানাজিতে একটি পাঁচ তারা হোটেলে উঠেছিলেন
খেলা
  • ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। সেখানে মাত্র দেড় দিনে টেস্ট শেষ হয়ে যায়। টেস্ট ক্রিকেটার ইতিহাসে এই টেস্ট ছিল সবথেকে কম সময়ের। এবার এই পিচকে অসন্তোষজনক বা আনস্যাটিসফ্যাক্টরি বলে চিহ্নিত করল আইসিসি।
  • সুপার কাপে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারিয়ে দিল হায়দারাবাদ এফসি দলকে। অন্যদিকে মোহনবাগান ২-১ গোলে হারিয়ে দিল ডেকান এফসি দলকে।
  • রাষ্ট্রপতি ভবনে যথাযত মর্যাদায় একটি অনুষ্ঠানে ২৬ জন খেলোয়াড়ের হাতে অর্জুন, ধ্যানচাঁদ, খেলরত্নসহ বিভিন্ন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  • মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারালো ভারতকে। মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে এদিন এই ম্যাচ হয়। একইসঙ্গে দুই এক ব্যবধানে তারা সিরিজও জিতে নিল।
বিবিধ
  • শাস্ত্রীয় সংগীতের উজ্জ্বল নক্ষত্র উস্তাদ রশিদ খান প্রয়াত হলেন। মাত্র ৫৫ বছর বয়স হয়েছিল তাঁর ।গত ২২ নভেম্বর তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অসুস্থ অবস্থার মধ্যেই হৃদরোগেও আক্রান্ত হন। উত্তর প্রদেশের বদাঁয়ুতে ১৯৬৮ সালের ১ জুলাই জন্ম হয়েছিল তাঁর । এনায়েত হুসেন খাঁয়ের রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী ছিলেন তিনি। পাশাপাশি হিন্দি ও বাংলার বহু চলচ্চিত্রেও নেপথ্য সংগীতে শোনা গেছে তাঁর গলা। ২০০৬ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এছাড়াও সংগীত নাটক একাডেমি পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন তিনি।
  • প্রকাশিত হলো যতীন্দ্র মিশ্রের লেখা গুলজার এর জীবনী। বইটির নাম ‘গুলজার সাহাব: হাজারা রাহেন মুড়কে দেখিন।’