গাজায় এক মাস ধরে চলা যুদ্ধের ইতি টেনে শান্তি ফেরানোর লক্ষ্যে উদ্যোগী হল কয়েকটি রাষ্ট্র। এর মধ্যে টোকিওয়ে জি ৭ গোষ্ঠীর বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তাঁর দেশ চায়, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর সেখানকার এবং ওয়েস্ট ব্যাংকের শাসনভার থাকুক প্যালেস্টাইনের হাতে। অন্যদিকে কাতারে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এবং ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের শীর্ষকর্তারা বৈঠক করেছেন। হামাস জঙ্গিদের হাতে অপহৃত ইজরায়েলের নাগরিকদের মুক্তির জন্য সচেষ্ট হয়েছেন তাঁরা।
১৯৯৫ সালে বিশ্বজুড়ে যক্ষা রোগীদের নিয়ে সমীক্ষা চালু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের ২০২২ সালে যক্ষা আক্রান্ত নিয়ে করা সর্বশেষ সমীক্ষার ফল প্রকাশ্যে এলো। ১৯২ টি দেশ নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা যাচ্ছে গোটা বিশ্বে ৭৫ লক্ষ মানুষ যক্ষায় আক্রান্ত হয়েছেন ২০২২ সালে। তার ৮৭ শতাংশ মানুষই ৩০ টি দেশে থাকেন। সব থেকে বেশি যক্ষাক্রান্ত দেশ হলো ভারত (২৭%), ইন্দোনেশিয়া (১০%), চীন (৭.১%) পাকিস্তান (৫.৭%), নাইজেরিয়া (৪.৫%) ও বাংলাদেশ (৩.৬%)। তবে যক্ষা সেরে ওঠার হারও ভারতেই সব থেকে বেশি। ভারত ইন্দোনেশিয়া ও ফিলিপিনসে এই হার ৬০ শতাংশ।
জাতীয়
নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম টু প্লাস টু বৈঠক। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন , মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং উচ্চপদস্থ আমলারা।
ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ৮ জন কর্মচারীকে কাতারের আদালত যে প্রাণদণ্ড দিয়েছে সেই বিষয়টি নিয়ে অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়ার জন্য কাতারের কাছে আবেদন জানালো ভারতের বিদেশ মন্ত্রক। ইজরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগ আনা হয়েছে ওই আট জনের বিরুদ্ধে। তাঁরা কাতারে একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন।
আগামী দু মাস সময়ের মধ্যে সিবিআইকে স্কুল সার্ভিস কমিশন এর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সমাপ্ত করতে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট মামলাগুলির নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই রায় দিয়েছে।
সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সুপারিশ করল লোকসভার এথিক্স কমিটি। অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
খেলা
নাম বদল হচ্ছে সন্তোষ ট্রফির। থেকে তার নাম হবে ফিফা সন্তোষ ট্রফি। আগামী বছর অরুণাচল প্রদেশে এই প্রতিযোগিতার মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ প্রশস্ত হলো তাদের। প্রসঙ্গত, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে। চতুর্থ স্থানটি নিয়ে এখন তীব্র প্রতিদ্বন্দিতা চলছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে। তবে রান রেট -এর বিচারে অনেকটাই এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
বিবিধ
২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত গোটা বিশ্বে সাইবার ক্রাইমে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ২৬০০ কোটি টাকা। সেখানে ২০২৩ সালের প্রথম ১০ মাসে বিশ্বে ৩৩০০ কোটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ কোটি টাকার জালিয়াতি হয়েছে। গোটা বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একজন করে ব্যক্তি অনলাইন আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই তথ্য জানিয়েছে।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দীপাবলি উৎসব পালন করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋসি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।