কারেন্ট অ্যাফেয়ার্স ৯ অক্টোবর ২০২৩

359
0
Current Affairs 20th February

আন্তর্জাতিক
  • ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ক্লডিয়া গল্ডিন (৭৭)। তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ইতিহাস ও শ্রম অর্থনীতি বিভাগের অধ্যাপক। এই প্রথম কোন মহিলা এককভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ক্লোডিয়ার গবেষণার বিষয়, মজুরি  দানের ক্ষেত্রে মেয়েদের প্রতি বঞ্চনা, কাজের বাজারে মেয়েদের প্রতি বঞ্চনা। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজার। ক্লোডিয়া বলেছেন, তিনি চিরকাল গোয়েন্দা হতে চেয়েছিলেন আর এই কাজেও তথ্য সংগ্রহ করতে হয়েছে গোয়েন্দাদের মতো করে।
  • আফগানিস্তানে ৬ অক্টোবরের প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩০০০ এর কাছে পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত সমস্ত জায়গায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। দশটি বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রত্যন্ত এই অঞ্চলে দিন রাত এক করে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। আহত এর সংখ্যা ৯০০০ এরও বেশি। আফগানিস্তানের হিরাট ও সংলগ্ন অঞ্চলে পুরাতাত্বিক মিনারগুলিরও ক্ষতি হয়েছে। রাস্তা ভেঙে পড়ায় এখনো বহু জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।
  • গাজা ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেল ইজরায়েল। ইজরায়েলের যুদ্ধবিমান গাজা ভূখণ্ডের অন্তত এক হাজার জায়গায় বোমাবর্ষণ করেছে। ইজরায়েল এবং হামাস জঙ্গিদের সংঘর্ষে এখনো পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে দেড় হাজার। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, এই যুদ্ধ পশ্চিম এশিয়ার মানচিত্র বদলে দেবে। তিনি হামাসকে আইএস বলে ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে গাজা ভূখণ্ডে খাবার, বিদ্যুৎ ও জ্বালানি বন্ধ করে দিয়েছে ইজরায়েল। এর ফলে অবরুদ্ধ গাজায় ২৩ লক্ষ নাগরিকের দৈনন্দিন জীবন অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়ল। হামাস দাবি করেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা হয়েছে হোয়াইট ফসফরাস বোমা। এই বোমা ব্যবহার যুদ্ধ অপরাধের শামিল। অন্যদিকে জার্মানি, অস্ট্রিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন প্যালেস্টাইনকে মানবিক সাহায্য দেওয়া বন্ধের ঘোষণা করল। এদিন বিভিন্ন দেশে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো মানুষ জন ইজরাইলের এই বোমাবর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।
জাতীয়
  • দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন। এর মধ্যে ছত্রিশগড়ে দুই দফায় এবং মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানায় এক দফায় ভোট নেওয়া হবে। মিজোরামে ৭ নভেম্বর, ছত্রিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোট নেওয়া হবে। ভোটের ফলাফল জানা যাবে ৩ ডিসেম্বর।
  • ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতির শুরু হয় খালিস্থানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যার পর। এদিন নিউইয়র্কের একজন চিনা ব্লগার জেনিফার জং দাবি করলেন, এই হত্যাকাণ্ডের পিছনে চিন প্রশাসনের প্রত্যক্ষ হাত রয়েছে। তাঁর তাঁর, ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে অস্থিরতা তৈরি ছিল এর উদ্দেশ্য।।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড। এদিন তারা ৯৯ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। তিনি পাঁচ উইকেট নিয়েছেন।
বিবিধ
  • কোন ছবি মুক্তি পাওয়ার পর সংবাদপত্রে তার পর্যালোচনা প্রকাশিত হয়। অনেক সময় তা দেখে দর্শকরা প্রভাবিত হন। এই বিষয়টি মাথায় রেখে কোন ছবি মুক্তি পাওয়ার সাত দিনের মধ্যে তার সমালোচনা প্রকাশ করা যাবে না বলে রায় দিল কেরালা হাইকোর্ট। পরিচালক মুবিন রউফের আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে।