কারেন্ট অ্যাফেয়ার্স ৯ সেপ্টেম্বর ২০২৪

95
0
Current Affairs 9th September

আন্তর্জাতিক
  • পরমাণু শক্তি, তেল, ফুড পার্ক-সহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি সই করল ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আবু ধাবির যুবরাজ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আলনাহাদের বৈঠকের পরে চুক্তি সই হয়। দিল্লি-আবুধাবির সম্পর্ককে সুদৃঢ় করবে বলে মন্ত্রকের দাবি।
  •  বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি-লেখক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে ও বাড়ি জোর করে দখল করে নিয়েছে এক বিএনপি নেতা। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রতিবেশী বাংলাদেশে।
  • আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রবিবার বিশ্ব জুড়ে ২৬টিরও বেশি দেশ ১৩০ টিরও বশি সহরে বসবাসকারী বাঙালি প্রতিবাদে সরব হয়ে পথে সামিল হয়েছিলেন। জার্মানির কোলন ক্যাথিড্রাল থেকে শুরু করে কেন্টাকির লুইলভিল, ফ্লোরিডার ওরল্যান্ডো সহ বিভিন্ন স্থানে জমায়েত হয়ে প্রতিবাজদ জানানো হয় স্থানীয় সময় বিকেল পাঁচটায়। ককাতা থেকে কোলন একই স্বর তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চাই।
দেশ
  • দেশের জাতীয় শিক্ষানীতি নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, গণশিক্ষাকে দুর্বল করে, এমন শিক্ষা ব্যবস্থার বিরোধিতা চালিয়ে যাবেন।
  • আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন। যদিও জুনিয়র ডাক্তাররা এই বার্তা মানতে রাজি নয়, বলেই জানিয়েছে। তাঁরা তাঁদের দাবিতে অনড়।
  • অন্য দিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছন। দীর্ঘ এক মাস ধরে আন্দোলন অব্যহত।
খেলা
  • আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় সর্বত্র। সেই প্রতিবাদে শামিল খেলার মাঠেও। কলকাতার তিন প্রধান ফুটবল দলের সমর্থনকারীরা মিছিল করে পথ হাঁটেন। প্রতিবাদের ঢেউ হায়দ্রাবাদের মাঠেও।
  • এক সময় ডোপিং বিতর্ক ঘিরে তঁকে নিয়ে নানান সমালোচনা হয়েছিল। নানা তির্যক প্রশ্নে তিনি বিদ্ধ হয়েছেন। সেই ইয়ানিক সিনার-ই যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে শেষ গ্র্যান্ড স্ল্যাম ট্রফিটি জিতে নিলেন। গত মার্চ মাসে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে তিনি দাবি করেছিলেন অজান্তেই নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন।
  • সৌরভ গঙ্গোপাধ্যায় আরজি কর কাণ্ড নিয়ে নতুন মন্তব্য করে বলেছেন। দোষীদের দৃষ্টান্তনীয় শাস্তি দেওয়া হোক। দ্রুত মামলায় রায় সম্পন্ন করার কথাও বলেছেন।
  • আন্তঃমহাদেশীয় কাপে সিরিয়ার কাছে ০-৩ গোলে হেরে গেল ভারতীয় দল।
  • শিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দল জাপানকে পাঁচ গোলে হারিয়ে দিল।
বিবিধ
  • রাজ্যের রাজস্ব আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারের হাতে থাকা ট্রাম কোম্পানির বাড়তি জমি রাজস্ব আদায়ের লক্ষ্যে সরাসরি বেসরকারি হাতে বা যৌথ উদ্যোগে অত্যাধুনিক বাস টার্মিনাস বা যাত্রী প্রতীক্ষালয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।পরিবহন মন্ত্রী জানিয়েছন, শহরের সব টোটোর কিউআর কোড আনা হবে। বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় ১০০০ কোটি টাকা ব্যয়ে গঙ্গার উপরে ৪৪টি আধুনিক জেটি তৈরি করা হবে।