কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মার্চ ২০২১

schedule
2021-04-01 | 07:16h
update
2021-04-01 | 07:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: NDTV sports

আন্তর্জাতিক
  • বাংলাদেশের ব্রাহ্মণ বেড়িয়া জেলায় কার্যত তাণ্ডব চালাচ্ছে কট্টর মৌলবাদী সংগঠন হেফাজতে (current affairs in bengali) ইসলামের কর্মী ও সমর্থকেরা।থানা, পৌরভবন, স্কুল, বাজার, রেলস্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। প্রাণ বাঁচাতে পুলিশ গুলি চালানোয় গত ৩ দিনে ৮ জনের মৃত্যু হয়েছে। দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে উস্তাদ আলাউদ্দিন খানের  বাড়ি ও সংগ্রহশালা। যেখানে কয়োকশো দুর্মূল্য বই এবং উস্তাদ আলাউদ্দিন খানের সরোদ, তবলাও ভস্মীভূত হয়েছে (current affairs in bengali)।
  • করোনা ভাইরাসে সংক্রমিত হলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিভ আলভি। এর কয়েক দিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও করোনায় সংক্রমিত হয়েছেন। উভয়েই প্রতিষেধকের প্রথম ডোজ নিয়েছিলেন। এদিকে করোনা সংক্রমণে বিশ্বে ২৮ লক্ষ ৯ হাজার ২২৬ জনের প্রাণহানি হয়েছে। রোগ প্রতিরোধে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে।যদিও ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এক চতুর্থাংশ নাগরিক টিকা পেয়েছেন, কিন্তু দক্ষিণ আফ্রকায় এক শতাংশ নাগরিকও টিকা পাননি।
Advertisement

জাতীয়
  • নয়াদিল্লির এইমসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি সম্পন্ন হল। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানানো হল।
  • দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ অতিক্রম করে গেল। দেশে রোগী সংখ্যার বিচারে প্রথম ১০টি জেলার নাম প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারমদ্যে ৮টি মহারাষ্ট্রে অবস্থিত। তালিকার শীর্ষে রয়েছে পুণে (৫৯,৪৭৫ জন সংক্রমিত)।
  • মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে অন্যায়ভাবে টাকা তোলার অভিযোগ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি কৈলাশ উত্তমচন্দ চান্দিওয়ালের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গড়ল মহারাষ্ট্র সরকার।
বিবিধ
  • গান্ধীনগরে সমস্ত মহাজন ট্রাস্টের উদ্যোগে `রজকত তুলা’ অনুষ্ঠানে অংশ নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। একটি তুলাদণ্ডে বসে নিজের ওজনের সমপরিমাণ (৮৫ কজি) রুপো দান করলেন তিনি। সেখান থেকে পাওয়া অর্থ নিয়ে গোশালাগুলির উন্নয়ন করা হবে বলে জানানো হয়েছে।
  • একদিনর শেয়ার সূচক সেনসেক্স ১১২৮ অঙ্ক এবং নিফটি ৩৩৭ অঙ্ক বৃদ্ধি পেল।
  • ভারতে মূল্যবৃদ্ধির ধারাবাহিক হার এশিয়ার দেশগুলির মধ্যে ব্যতিক্রমী বলে মন্তব্য করল উপদেষ্টা সংস্থা মুডি’জ।
খেলা
  • করোনা পর্বের পর প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল জাপানে। দর্শকশূন্য স্টেডিয়ামে এই খেলায় মঙ্গোলিয়ার বিরুদ্ধে ১৪-০ গোলে জয়ী হল জাপান। এটি ছিল ২০২১ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ। জাপান এর আগে ১৯৬৭ সালে ফিলিপিন্সকে ১৫-০ গোলে হারিয়েছিল।
  • বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে জয়ী হল নিউজিল্যান্ড। এর আগে একদিনের আন্তর্জাতিক ম্যাচেও সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
  • হায়দরাবাদে এম এল জয়সীমা স্মারক বক্তৃতা দিলেন সুনীল গাভাসকর। তিনি ভারতের বর্তমান টেস্ট ক্রিকেট দলকে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট ক্রিকেট দল বলে মন্তব্য করলেন।
  • মহিলাদের টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় বিশ্বে এক নম্বর  ক্রম ধরে রাখলেন ভারতের শেফালি বর্মা (current affairs in bengali)।

২৯ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 18:18:46
Privacy-Data & cookie usage: