কারেন্ট অ্যাফেয়ার্স ৩ এপ্রিল ২০২১

schedule
2021-04-05 | 13:04h
update
2021-04-05 | 13:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মায়ানমারে এখন আর ওই বিক্ষোভ নয়। মানুষের জমায়েত দেখলেই গুলি চালাচ্ছে সেনাবাহিনী। মনিওয়া, বাগো, থেটন শহরে এই কারণে মৃত্যু হল পাঁচ জনের। ব্যারেন ন্যাশনাল ইউনিয়ন নামক গোষ্ঠীকে শায়েস্তা করতে আকাশ পথে হমলা চালায় সেনা। তাতে ২০ জনের মৃত্যু হয়েছে
  • সোমালিয়ায় সেনাবাহিনীর পৃথক দুটি শিবিরে একযোগে হামলা চালাল আল শাবাব সন্ত্রাসবিরোধীরা। এই হামলায় ১১ জন সেনার মৃত্যু হয়েছে রাজধানী মোগাদিসু থেকে ১৫ কিমি দূরে সেনাশিবির দুটিতে হামলার পর সেনাবাহিনী প্রত্যাঘাত করে বলে জানা গেছে।
Advertisement

 

জাতীয়
  • উত্তর প্রদেশের ঝাঁসিতে দুজন সন্ন্যাসিনীকে হেনস্তার ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বৈধ টিকিট থাকলেও ধর্মান্তরকরণে ইন্ধনের অভিযোগে তাঁদের হেনস্তা করা হয় এবং ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ৯০,৭৪৯ জন। প্রায় ৬ মাস পরে একদিনে এত বিপুল সংখ্যক মানুষ সংক্রমিত হলেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দৈনিক সংক্রমণ যেখানে ৯ হাজারে নেমেছিল সেখানে ২ মাসের মধ্যে তা ১০ গুণ বৃদ্ধি পেল। সংক্রমণের সিংহভাগই মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯,৪৭৭ জন সংক্রমিত হয়েছেন। মুম্বইয়ে ৯,০৯০ জন। পুণেতে গত ২৪ ঘণ্টায় ৯,০৯৬ জন সংক্রমিত হলেন।

 

বিবিধ
  • গত মার্চ মাসে দেশে মোট বিদ্যুতের চাহিদা ছিল ১২,৩০৫ কোটি ইউনিট। গত বছর আগের তুলনায় তা ২৪.৩৫ শতাংশ বেশি।
  • ২০২১-২২ অর্থবর্ষে দেশে বৃদ্ধির হার ১০ শতাংশ হবে বলে পূর্বাভাস দিল বিশ্ব ব্যাঙ্ক। মূল্যায়ন সংস্থা মুডিজ বৃদ্ধি সরাসরি ৭.৭ শতাংশ সঙ্কুচিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হেরে গেল চেলসি। তাও লিগ টেবলে ২৯তম স্থানে থাকা ওয়েস্ট ব্রুম দলের কাছে (২-৫)। প্রিমিয়ার লিগে এর আগে ২০১১ সালে ৫ গোলে (৩-৫) হেরেছিল তারা আর্সেলনের কাছে।
  • `ক্যাপ্টেন হিসাবে আর কেউই এম এস ধোনির মতো হতে পারবেন না।’ এই মন্তব্য করলেন সঞ্জু স্যামসন।

২ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 18:18:42
Privacy-Data & cookie usage: