আন্তর্জাতিক
- বাংলাদেশে শীতলাক্ষি নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় একটি লঞ্চ ডুবে যাওয়ায় অন্তত ২৯ জনের মৃত্যু হল। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলাক্ষি সেতুর কাছে এস কে-৩ নামক জাহাজের ধাক্কায় মাঝনদীতে তলিয়ে যায় সাবিত আল হাসান নামের ওই যাত্রীবাহী লঞ্চটি
- ঘূর্ণিঝড় সেরোজার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমোর। ঘূর্ণিঝড়ের সঙ্গে সমুদ্রও উত্তাল হয়ে উঠেছিল। ২০ ফুট উচ্চতার ঢেউ ক্রমাগত আছড়ে পড়ে কার্যত ধ্বংসস্থূপে পরিণত করেছে ইন্দোনেশিয়ার ইস্ট ফ্লোরেসকে। কাদামাটির নিচে চাপা পড়েছে ঘর, বাড়ি আর ব্রিজও। পূর্ব তিমোরের রাজধানী দিলিতে ভেঙে পড়েছে খোদ রাষ্ট্রপতির বাসভবনের একাংশও। দুই দেশ মিলিয়ে অন্তত ৯১ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ অসংখ্য মানুষ। ঘূর্ণিঝড় সেরোজা সরে গিয়েছে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের দিকে।
জাতীয়
- গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ১,০৩,৫৫৮ জন। দৈনিক সংক্রমণের এই হার ভারতে সর্বোচ্চ, বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ভারতে গত ১৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ৯৮,৭৯৫ জন সংক্রমিত হয়েছিলেন। গত ১১ ফেব্রুয়ারি ১১,৩৬৪ জন সংক্রমিত হয়েছিলেন।
- মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। এরপরই নিজের পদ থেকে ইস্তফা দিলেন দেশমুখ। তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে লেখা তাঁর একটি চিঠি ফাঁস হয়েছে, সেখানে তিনি দাবি করেছিলেন দেশমুখ পুলিশের একাংশকে নিয়ে প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলা আদায়ের উদ্যোগ নিয়েছিলেন।
বিবিধ
- বিশ্বের উচ্চতম রেলসেতুর দুদিক জোড়ার কাজ সম্পূর্ণ করল ভারত। জম্মু-কাশ্মীরে চন্দ্রভাগা নদীর ওপর ৩৫৯ মিটার উঁচু ১৩০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ১,৪৮৬ কোটি টাকা খরচ হয়েছে। উচ্চতায় এটি আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু।
- ভারতে গত মার্চ মাস ছিল ১২১ বছরের মধ্যে তৃতীয় উষ্ণতম। ভারতের আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ২০২১ সালের মার্চ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১২১ বছরে ২০১০ সালে উষ্ণতম ও ২০০৪ সালে দ্বিতীয় উষ্ণতম মার্চ মাসের সাক্ষী থেকেছে ভারত।
খেলা
- ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারতের মেয়েরা ০-১ গোলে হেরে গেল উজবেকিস্তানের কাছে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ১২ ধাপ এগিয়ে রয়েছে উজবেকিস্তান।
- জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫৫ বলে ১৯৩ রান করে রান আউট হন পাকিস্তানের ফখর জামান। তাঁকে বিভ্রান্ত করে রান আউট করান দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক কুইন্টন ডি কক। ক্রিকেটীয় নীতির পরিপন্থী বলে এই ঘটনায় বিতর্ক ছড়াল।
- বর্ণ বিদ্বেষের অভিযোগ উঠল কাদিসের বিরুদ্ধে। ২৪ মিনিট খেলা বন্ধ রাখলেন ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। লা লিগার ইতিহাসে প্রথমবার এই ঘটনা ঘটল।