আন্তর্জাতিক
- করোনা ভাইরাস সংক্রমণ রুখতে বাংলাদেশে সাত দিন লকডাউনের ডাক দিয়েছে প্রশাসন। সেখানে ফরিদপুর জেলার সালখা অঞ্চল আচমকাই লক ডাউনের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতাকে সামলাতে পুলিশ গুলি ছুড়লে মৃত্যু হয় ১ জনের। ফিলিপিন্সেও লকডাউন ভাঙায় এক ব্যক্তিকে কঠোর সাজা দিয়েছিল পুলিশ। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ইতালিতে লকডাউনের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে শামিল হলেন রেস্তোরাঁর মালিক-কর্মচারীরা। অন্যদিকে ফ্রান্সের নানা জায়গায় লকডাউনের মধ্যেই গোপনে বর্ণাঢ্য পার্টির ভিডিও ফাঁস হয়ে গেল সংবাদমাধ্যমে। এরই মধ্যে বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা পৌঁছে হল ২৮ লক্ষ ৭৮ হাজার ২৮৪। সংক্রমিত ১৩ কোটি মানুষ।
জাতীয়
- বিচারপতি নুথালাপতি ভেঙ্কট রামানা দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হবেন। বর্তমান প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ২৩ এপ্রিল অবসর নেওয়ার পর তিনি ওই পদে বসবেন।
- ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের পর থেকে নিখোঁজ হন সিআরপিএফ জওয়ান রাকেশ্বর সিং মানহাস। মাওবাদীরা দাবি করেছে তাদের হেফাজতে রয়েছেন রাকেশ্বর। রাকেশ্বরের ৫ বছরের কন্যা শ্রাগভি ভিডিও বার্তায় তার বাবার মুক্তি কামনা করল। মাওবাদীরা শর্ত দিল, সরকার তাদের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর নাম ঘোষণা করলেই মুক্তি দেওয়া হবে তাঁকে।
- নয়াদিল্লিতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিবিধ
- নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স থেকে পৃথক হয়েছে মিনি হেলিকপ্টার ইনজেনুইটি। মঙ্গলের শীতল মাটিতে স্বয়ংক্রিয়ভাবে সোলার হিটার চালু করে নিজেকে সচল রাখতে সমর্থ হয়েছে ইনজেনুইটি।
- করোনা প্রতিরোধে টিকা নিলে দেওয়া হবে সোনার গয়না। গুজরাটের রাজকোটে টিকা নেওয়ায় উৎসাহ দিতে এই ঘোষণা করল গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়।
খেলা
- আসন্ন টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিল উত্তর কোরিয়া। এর আগে ১৯৮৮ সালে সিওল অলিম্পিক থেকেও তারা নাম প্রত্যাহার করেছিল। তার কারণ ছিল রাজনৈতিক।
- কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার দলে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন ভারতের হনুমা বিহারী
- বার্সেলোনার হয়ে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার জন্য বিশেষ ফলক দিয়ে লিওনেল মেসিকে সংবর্ধনা জানালেন ক্লাব কর্তৃপক্ষ। বার্সেলোনার হয়ে এখনও পর্যন্ত ৭৬৭টি ম্যাচ খেলেছেন তিনি।