কারেন্ট অ্যাফেয়ার্স ৫ অক্টোবর ২০২১

schedule
2021-10-07 | 13:01h
update
2021-10-07 | 13:01h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন ৩ জন বিজ্ঞানী।পুরস্কার মূল্যের অর্ধেক পাবেন ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি। বাকি অর্ধেক সমানভাবে ভাগ হবে জাপানি বংশোদ্ভূত স্যুকুরো মানাবে এবং জার্মানির ক্লাউস হাসেস মানের মধ্যে। এই তিনজনের বয়স যথাক্রমে ৭৩, ৯০ এবং ৮৯ বছর। তাঁরা যথাক্রমে রোমের সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর মেটিরিওলজির সঙ্গে যুক্ত।
  • তাইওয়ানের আকাশসীমায় ৫৬টি যুদ্ধবিমান পাঠাল চিন। পরমাণু বোমা বহনে সক্ষম ১২টি এইচ ৬ বিমানও পাঠানো হল।
Advertisement

 

জাতীয়
  • হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে অসমে ডেপুটি ইনস্পেক্টর জেনারেল রৌনক আলি হাজারিকাকে গ্রেপ্তার করল স্পেশ্যাল ভিজিল্যান্স সেল।এর আগে ১০০ কোটি টাকার হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে একজন উচ্চপদস্থ আমলাকে গ্রেপ্তার করা হয়েছিল অসমে।
  • রামবিলাস পাশোয়ান প্রয়াত হওয়ার পর তাঁর দল লোকজনশক্তি পার্টি কার্যত দুভাগ হয়ে গেল।এতদিন এই দলের প্রার্থীরা ভোটে লড়াই করতেন কুঁডে ঘর প্রতীক।এবার রামবিলাসের ছেলে চিরাগের নেতৃত্বাধীন এলজেপি প্রার্থীরা হেলিকপ্টার প্রতীকে এবং রামবিলাসের ভাই পশুপতি কুমার নেতৃত্বাধীন প্রার্থীরা সেলাই মেশিন প্রতীকে নির্বাচনে লডবেন বলে প্রতীক দুটি বরাদ্দ করল নির্বাচন কমিশন।

 

বিবিধ
  • ঋণযোগ্যতায় ভারতের মূল্যায়ন বিএএএথ্রি নেতিবাচক থেকে বদলে স্থিতিশীল করল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ।
  • মহাকাশে শ্যুটিং করার জন্য সোয়ুজ এমএস১৯ মহাকাশ যান চেপে পরিচালক ক্লিম শিপেঙ্কো ও অভিনেত্রী ইউনিয়া পেরেসিল্ড।

 

খেলা
  • পেরুর রাজধানী লিমায় আইএসএসএফ জুনিয়র শ্যুটিং প্রতিযোগিতায় ৮টি সোনা সহ ১৭টি পদক পেয়ে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। ৪টি সোনা সহ ১২টি পদক পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস জুনিয়র ইভেন্টে বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন ভারতের ঐশ্বচর্যপ্রতাপ সিং তোমর।
  • ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারত হকি দল পাঠাবে না বলে জানানো হল।

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 06:24:18
Privacy-Data & cookie usage: