কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ফেব্রুয়ারি ২০২২

760
0
daily current affairs

আন্তর্জাতিক
  • আফগান সেনাবাহিনীতে `পানিপথ’ নামে একটি ইউনিট খোলা হবে বলে জানাল তালিবান শাসকরা। নানগরহর পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে ওই বাহিনী। ১৭৬১ সালে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাকে আফগান শাসক আহমেদ শাহ দুরবানির পরাস্ত করার স্মৃতিতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বরা চক গ্রামে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে একজনকে পাথর ছুডে মারার অভিযোগে পুলিশ ১০৫ জনকে গ্রেপ্তার করল। নিহত মুস্তাক আহমেদ মানসিকভাবে আসুস্থ ছিলেন বলে জানা গেছে। এই নিয়ে গত দুমাসে সেখানে ২ জনকে এইভাবে পাথর ছুডে মারা হল। এদিনও একজন শিয়া শিক্ষাবিদদের বাডি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। তাঁর বিরুদ্ধেও ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ ওঠে। এ ক্ষেত্রে পুলিশ তাঁকে ও তাঁর পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে দিতে পেরেছে।

 

জাতীয়
  • শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৫২ রকেটের মাধ্যমে মহকাশে তিনটি কৃত্রিম উপগ্রহ পাঠাল ইসরো।
  • বিধাননগর, শিলিগুডি, আসানসোল ও চন্দনগর পুর নির্বাচনে আশাতীত জয় পেল পশ্চিমবঙ্গের শাসক দল।
  • পশ্চিমবঙ্গে ১৬ ফেব্রুয়ারি প্রথম শ্রেণি থেকেই যাবতীয় শিক্ষা প্রতিষ্টান খুলে দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার।

 

খেলা
  • অস্ট্রেলিয়ান ওপেনে না খেললেও এটিপি রাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন নোভাক জকোভিচ।
  • আইএসএলে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে উঠে এল কেবরল ব্রাদার্স।

 

বিবিধ
  • জানুয়ারি মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির সূচক বৃদ্ধি পেল। হল ৬.০১ শতংশ। গত ডিসেম্বরে তা ছিল ৫.৬৬ শতাংশ। ২০২১ সালের জানুয়ারিত তা ছিল ৪.০৬ শতাংশ।
  • ধস নামল শেয়ার বাজারে। এদিন শেয়ার সূচক সেনসেক্স ১৯৪৭ এবং নিফটি ৫৩১.৯৫ অঙ্ক হ্রাস পায়।