কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

207
0
Current Affairs in Bengali

১. অস্ট্রিয়ান গ্র্যান্ড পিক্স ২০২৪ শিরোপা কে জিতেছেন?

উত্তরঃ জর্জ রাসেল

২. ১৩৩ তম ডুরান্ড কাপ ভারতের মোট কয়টি শহরে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ চারটি

৩. প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের ‘শেফ অব দ্য মিশন’ কে ছিলেন?

উত্তরঃ গগন নারাং

৪. ২০২৪ প্যারিস অলিম্পিকে কোন খেলায় মনু ভাকের ও সরবজ্যোৎ সিং ব্রোঞ্জ পদক জিতেছেন?

উত্তরঃ শ্যুটিং

৫. সম্প্রতি ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ প্রীতি সুদান

৬. সম্প্রতি কোন প্রতিষ্ঠান থেকে গুগুল এর সিইও সুন্দর পিচাইকে ‘ডক্টর অব সায়েন্স’ উপাধি প্রদান করা হয়েছে?

উত্তরঃ আইআইটি খড়গপুর

৭. কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ২৬ শে জুলাই

৮. বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই-স্পিড ট্রেন তৈরি করল কোন দেশ?

উত্তরঃ চিন

৯. Paetongtarn Shinawatra কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?

উত্তরঃ থাইল্যান্ড, তাঁর বয়স ৩৭ বছর

১০. ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা অভিনেতার তকমা কে পেলেন?

উত্তরঃ ঋষভ শেট্টি (কন্নড় অভিনেতা)

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

১১. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তরঃ মর্নে মর্কেল (দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার)

১২. আন্তর্জাতিক দাবা দিবস করে পালন করা হয়?

উত্তরঃ ২০ জুলাই

১৩. নতুন উচ্চ-কার্যকারিতাযুক্ত ম্যালেরিয়া ভ্যাকসিন কোথায় লঞ্চ করেছে সিরাম ইনস্টিটিউট?

উত্তরঃ আফ্রিকায়

১৪. কোন দেশের বিজ্ঞানীরা প্লাস্টিক বর্জ্য কমানোর সমাধান হিসেবে প্লাস্টিক খাওয়া ছত্রাক আবিষ্কার করেছেন?

উত্তরঃ জার্মানি

১৫. বিশ্ব অঙ্গ দান দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ১৩ অগস্ট

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন