কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মার্চ ২০২১

899
0
daily current affairs in bengali
Courtesy: News18

আন্তর্জাতিক
  • পূর্ব আফ্রিকার মোজাম্বিকের পালমা শহরে জঙ্গি হামলায় অন্তত শতাধিক ব্যক্তির মৃত্যু হল। তাঁদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। সেনাবাহিনীর পোশাক পরে আইএস জঙ্গিরাই শহরের তিন দিক থেকে এক যোগে হামলা চালায় বলে জানা গিয়েছে।
  • অবশেষে বিশ্বের দীর্ঘতম জলপথ যানজটের অবসান হল। ১০টি টাগবোটের সাহায্যে কন্টেনারগুলি সরিয়ে নেওয়ার পর সুয়েজখালে আটকে থাকা পণ্যবাহী জাহাজ `এয়ার গিভন’ পুনরায় সচল হল। প্রসঙ্গত, সুয়েজ খাল দিয়ে বিশ্বের ১৫ শতাংশ জলযান যাতায়াত করে।
  • লকডাউন শিথিল করা হল ব্রিটেনে। দেশবসীরা দিনটিকে `হ্যাপি মানডে’ বলে চিহ্নিত করলেন। ধাপে-ধাপে ২১ দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চায় ব্রিটেন। এদিকে করোনার ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ সামলাতে ফ্রান্স আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিল। জার্মানি ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করল।
জাতীয়
  • মহারাষ্ট্রে গড়চিরোলি জেলার খোবরামেনন্ধ অরণ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৫ জন মাওবাদীর। ছত্তিশগড় সীমান্তের কাছে এই সংঘর্ষে নিহতেদের মধ্যে ২ জন মহিলা।
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮,০২০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার জন করোনায় সংক্রমিত হলেন। দিল্লি এবং বেঙ্গালুরুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার জন সংক্রমিত হয়েছেন।
  • `দ্য গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অব দিল্লি (অ্যামেনমেন্ট)’ বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিলটি আগেই সংসদে পাশ হয়েছে। এটি কার্যকর করা হলে দিল্লির প্রশাসনিক সিদ্ধান্ত অনুমোদনে লেফটেনান্ট গভর্নরের স্বাক্ষর প্রয়োজন হবে। বিরোধীদের দাবি, এতে মুখ্যমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে।
বিবিধ
  • অসমে নুমালিগড় তৈল শোধনাগারে ভারত পেট্রোলিয়ামের কাছে যে অংশীদারি (৬১.৫ শতাংশ) ছিল তার পুরোটাই তারা হল্তান্তরিত করল। এরমধ্যে ৫৪.১৬ শতাংশ কিনল অয়েল ইন্ডিয়া। নুমালিগড়-এ তাদের অংশীদারি দাঁড়াল ৮০.১৬ শতাংশ। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ৪.৪ শতাংশ এবং অসম সরকার ৩.২ শতাংশ অংশীদারি কিনে নিল। এই হস্তান্তর প্রক্রিয়ায় ৯৮৭৫ কোটি ৯৬ লক্ষ টাকা পেল ভারত পেট্রোলিয়াম।
খেলা
  • সমাপ্ত হল আইএসএসএফ বিশ্বকাপ। নয়াদিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জে এই বিশ্বকাপে ভারত তার শ্রেষ্ঠ ফল করল। ১৫টি সোনা, ৯টি রুপো, ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে ভারত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল। ৪টি সোনা সহ ৮টি পদক জিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং ২টি সোনা সহ ৪টি পদক জিতে ইতালি তৃতীয় স্থান পেয়েছে। রাইফেল ও পিস্তল ইভেন্ট এই নিয়ে মোট ৬ বার আইএসএসএফ শুটিং বিশ্বকাপে শীর্ষস্থান পেল ভারত। এর আগে বেজিং, মিউনিখ, রিও এবং চিনে শ্রেষ্ঠস্থান পেয়েছিলেন ভারতীয় প্রতিযোগীরা।
  • ফিফা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহি ৬-০ গোলে পরাস্ত করল ভারতকে। ফিফা রাঙ্কিংয়ে এই দুই দেশের ক্রম যথাক্রমে ৭১ এবং ১০৪।