কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

148
0
Current Affairs Question & Answer

১. সম্প্রতি ২৪ তম মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হল কোন শহরে?

(ক) মুম্বাই (খ) দুবাই (গ) প্যারিস (ঘ) লন্ডন

২. মাঙ্কিপক্স হল একটি-

(ক) প্রোটোজোয়া গঠিত রোগ (খ) ব্যাকটেরিয়া গঠিত রোগ (গ) ভাইরাস গঠিত রোগ (ঘ) জলবাহিত রোগ

৩. ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেনগেল অ্যাওয়ার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৫২ সালে (খ) ১৯৭৩ সালে (গ) ১৯৯২ সালে (ঘ) ২০০৫ সালে

৪. ২০২৪ সালে সেপ্টেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হন?

(ক) কামিন্দু মেন্ডিস (খ) দুনিথ নেথমিকা ওয়েললাগে (গ) প্যাট কামিন্স (ঘ) গাস অ্যাটকিনসন

৫. পানাজিতে জাতীয় প্যারা-সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ পুরুষদের এস৪ ১০০মিটার ফ্রিস্টাইল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে?

(ক) রাজেশ কুমার (খ) সুরেশ মীনা (গ) অমিত শর্মা (ঘ) লখন সিং

৬. সম্প্রতি নির্বাচন কমিশন ঝাড়খম্ডের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে কাকে নিযুক্ত করে?

(ক) অনুরাগ গুপ্ত (খ) অজয় কুমার সিং (গ) রাকেশ আস্থানা (ঘ) রাজেশ কুমার

৭. Zydus Lifesciences ‘Zyvac TCV’ ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে?

(ক) ম্যালেরিয়া (খ) ডেঙ্গু (গ) হেপাটাইটিস (ঘ) টাইফয়েড

৮. গ্লোবাল অ্যান্টি-রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যআওয়ার্ড ২০২৪ কে জিতেছে?

(ক) মালালা ইউসুফজাই (খ) কৈলাশ সত্যার্থী (গ) গ্রেটা থানবার্গ (ঘ) উর্মিলা চৌধুরী

৯. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স পরিকাঠামো স্থাপনের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(ক) Meta(খ) Microsoft (গ) Nvidia (ঘ) Open AI

১০. নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়?

(ক) ১ সেপ্টেম্বর (খ) ১ অক্টোবর (গ) ১ নভেম্বর (ঘ) ১ ডিসেম্বর

১১. সম্প্রতি আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেসের প্রথম মহিলা মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে?

(ক) আরতি সরিন (খ) পদ্মা বন্দোপাধ্যায় (গ) রাজশ্রী রামাসেথু (ঘ) শিলা এস মাথাই

১২. কোন দিনটিতে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পালন করা হয়?

(ক) ২ ফেব্রুয়াারি (খ) ৩ মার্চ (গ) ৪ অক্টোবর (ঘ) ২২ মে

উত্তর

১. (খ) ২. (গ) ৩. (খ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (ঘ) ১০. (খ) ১১. (ক) ১২. (গ)

প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন