ডিএলএড আবেদন গ্রহণের সময়সীমা বাড়ল

1555
0
D.EL.ED.

২ বছরের ডিএলএড(D.EL.ED.) কোর্সের আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হল। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে, আগামী ১৯ জুন, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

স্বাভাবিকভাবেই, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলির সংগ্রিহীত আবেদনগুলি শিক্ষা পর্ষদে জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরাও সংগ্রিহীত ও ভেরিফিকেশন করা সমস্ত আবেদন পর্ষদে জমা দিতে পারবেন ২৫ জুন, ২০১৯ তারিখ পর্যন্ত।

প্রার্থীদের ভর্তির প্রক্রিয়া চলবে ৩০ জুন, ২০১৯ তারিখ পর্যন্ত।

১২ জুন তারিখের এই বিজ্ঞপ্তি (No. 156/BPE/D.EL.ED./2019) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/NOTICE130620191447.pdf

 

 

D.EL.ED.